হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপির ঘোষিত কমিটি অবৈধ


প্রেস বিজ্ঞপ্তি
চাঁদপরের বহুল প্রচারিত কয়েকটি দৈনিক পত্রিকা ও ফেসবুকের মাধ্যমে জেলা বিএনপি জানতে পেরেছে ইঞ্জি. মমিনুল হক গত ১৪ইং ফেব্রুয়ারী হাজীগঞ্জ উপজেলা ও পৌর এবং শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপির কমিটি ঘোষণা করেছেন যা চাঁদপুর জেলা বিএনপি অবগত নহে।
ইঞ্জি. মমিনুল হক তার গ্রামের বাড়িতে তথাকথিত ভালবাসা দিবস উদাপনের নামে সম্পূর্ণ এখতিয়ার বহির্ভূত ও গঠনতন্ত্র পরিপন্থি নিজেকে তথাকথিত সমন্বয়ক পরিচয় দিয়ে হাজীগঞ্জ উপজেলা ও পৌর এবং শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপির ত্যাগী পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে কতিপয় লোকদের সামনে ৪টি ইউনিটের সম্মেলন করা ও কমিটি ঘোষণা করা সম্পূর্ণ অবৈধ যাহা দলীয় গঠনতন্ত্র পরিপন্থি হওয়ায় আমরা তাহার এধরনের কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি এবং একই সাথে তীব্র নিন্দা জ্ঞাপন করছি।
ঐ অবৈধ ঘোষিত কমিটির সাথে চাঁদপুর জেলা বিএনপির কোন সম্পর্ক নাই। এমতাবস্থায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদেরকে ঘোষিত অবৈধ অগনতান্ত্রিক কামটির সাথে কোন প্রকার সম্পর্ক না রাখার জন্য অনুরোধ করা যাচ্ছে। চাঁদপুর জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।