মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ-শাহরাস্তী উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত (কোভিড-১৯) রোগীদের চিকিৎসা সেবায় এগিয়ে এলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের মহা-পরিচালক (ডিজি) প্রকৌশলী মোহাম্মদ হোসাইন। বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে সোমবার (৩০ আগস্ট) হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই চিকিৎসা সহায়তা কার্যক্রমের উদ্বোধন করা হয়।
হাজীগঞ্জের কৃতী সন্তান প্রকৌশলী মোহাম্মদ হোসাইন বুয়েট অ্যালমোনাই অ্যাসোসিয়েশনের ট্রাস্টি এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) এর ভাইস প্রেসিডেন্ট। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, জনসেবার ব্রত নিয়ে ছাত্রাবস্থায় রাজনীতিতে সম্পৃক্ত হয়েছি। সেই ধারা অব্যাহত রেখে আজ মানুষের পাশে থাকার চেষ্টা করছি। তাই করোনাকালীন এই সময়ে নিজের সর্বোচ্চ দিয়ে জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ হেলাল উদ্দিন মিয়াজী, গাউছিয়া কমিটি চাঁদপুর জেলার সভাপতি অধ্যাপক শাহজামাল তালুকদার, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ, হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহমেদ তানভীর হাসান, শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম।
গাউছিয়া কমিটি হাজীগঞ্জ-শাহরাস্তি শাখার যৌথ আয়োজনে এবং হাজীগঞ্জ উপজেলা গাউছিয়া কমিটির সভাপতি ও হযরত মাদ্দাহ খাঁ (রহঃ) জামে মসজিদের খতিব মুফতি ফজলুল কাদের বাগদাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী কবির হোসেন, গাউছিয়া কমিটির শাহরাস্তি উপজেলার শাখার সভাপতি উপাধ্যক্ষ মো. সায়েদুল ইসলাম মজুমদার ও সাধারণ সম্পাদক কাজী আ. হান্নান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বতু, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী নুরুর রহমান বেলাল, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মফিজুর রহমান মাউলা, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মাহবুবুর রহমান, হাজীগঞ্জ পৌর তাঁতী লীগের যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম মিয়াজ, সাবেক ছাত্রনেতা নেছার আহমেদ, ফারুক আহমেদ ও আব্দুর রাজ্জাকসহ আরো অনেকে।
৩১ আগস্ট, ২০২১।