হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট উবির ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির লটারী সম্পন্ন

হাজীগঞ্জ ব্যুরো
সরকারি নির্দেশনা মোতাবেক সারাদেশের মতো হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির লক্ষ্যে অনুষ্ঠিত লটারী কার্যক্রম সম্পন্ন হয়েছে। গত সোমবার (১১ জানুয়ারি) দুপুরে বিদ্যালয় হলরুমে ভর্তিইচ্ছুক শিক্ষার্থীদের অভিভাবকদের উপস্থিতিতে এই লটারী কার্যক্রম সম্পন্ন হয়।
লটারী কার্যক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়ার প্রতিনিধি হিসেবে তদারকি ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান মিন্টু। উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউড়ী ও সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন।
হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক মো. হোসাঈনুল আজমের পরিচালনায় অনুষ্ঠিত লটারীতে ভর্তির জন্য নির্বাচিত ২৪০জন শিক্ষার্থী এবং ৫০ জন শিক্ষার্থীকে অপেক্ষমাণ রাখা হয়।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ভর্তির জন্য শিক্ষার্থীর ৫ম শ্রেণির মূল সনদপত্র ও সনদপত্রের ফটোকপি, ছাড়পত্রের (টিসি) মূলকপি ও ফটোকপি, শিক্ষার্থীর জন্ম নিবন্ধনের ফটোকপি, পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি আনতে হবে।
নির্বাচিত শিক্ষার্থীরা ১২-১৯ জানুয়ারি পর্যন্ত ভর্তি আর অপেক্ষামান শিক্ষার্থীরা ২০-২৪ জানুয়ারি প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভর্তি হতে পারবে। এ বিষয়ে বিস্তারিত জানতে বিদ্যালয় অফিসে যোগাযোগ করার অনুরোধ জানান অধ্যক্ষ মো. আবু ছাইদ।
১৩ জানুয়ারি, ২০২১।