হাজীগঞ্জ স্বর্ণকলি হাইস্কুলে দোয়া ও আলোচনা সভা

জেএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায়

হাজীগঞ্জ ব্যুরো
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসএসি) পরীক্ষার্থীদের সফলতা কামনায় হাজীগঞ্জ পৌরসভা স্বর্ণকলি হাইস্কুলে মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিবুর রহমান বিএসসি’র সভাপতিত্বে গতকাল সোমবার সকালে এ মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হক, স্বর্ণকলি হাইস্কুলের পরিচালক ও শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহসান উল্যাহ্ মৃধা, পরিচালক শাহজাহান তালুকদার, কাজী মনির হোসেন, জহিরুল ইসলাম বাবুল, কাজী আব্দুল মফিদ প্রমুখ।
এছাড়া বিদ্যালয়ের শিক্ষক এবং অভিভাবকেরাও পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আলী আশ্রাফের পরিচালনায় আলোচনা সভায় অতিথিদের বক্তব্য শেষে পরীক্ষার্থীদের সফলতা কামনায় মিলাদ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক শাহীন সরকার।
এরপর বিদ্যালয়ের পক্ষ থেকে পরীক্ষার্থীদের মাঝে স্বচ্ছ ফাইল, স্কেল, কলম ও পেন্সিল বিতরণ করেন অতিথিবৃন্দ। এ সময় বিদ্যালয়ের পরিচালক আকবর হোসেন মৃধা, আলহাজ রুহুল আমিন, খন্দকার আবুল হাসেম, মো. মোস্তফা কামাল, খন্দকার দুলাল হোসেন, শহীদুল ইসলাম, মোহাম্মদ হাবীব উল্যাহ্সহ অন্যান্য পরিচালক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক, পরীক্ষার্থী ও অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।