হাশিমপুর আলিম মাদরাসায় দোয়া ও মিষ্টি বিতরণ

মতলব উত্তর ব্যুরো  :
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ১৩ বছরের সাজা থেকে খালাস পাওয়ায় শোকরানা মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করে মতলব উত্তর উপজেলার হাশিমপুর আহমাদীয়া আলিম মাদরাসা কর্তৃপক্ষ।
হাশিমপুর আহমাদীয়া আলিম মাদরাসার অধ্যক্ষ আলহাজ শায়খ আশফাক আহমাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এখলাছপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রেহান উদ্দিন নেতা।
এখলাছপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. মহসিন মাস্টারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, সদস্য মোজাম্মেল হক, সমাজসেবক রোকন উদ্দিন সরকার, মো. সাইফুল ইসলাম বেপারী, আলহাজ রফিক উদ্দিন মাস্টার।