হাসান আলী মডেল সপ্রাবি’র প্রাক-প্রাথমিক ও ১ম শ্রেণিতে ভর্তি লটারি অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার
হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২০ শিক্ষা বর্ষে প্রাক-প্রাথমিক ও ১ম শ্রেণিতে ভর্তি লটারি অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকল ১১টায় মুক্তিযুদ্ধের বিজয় মেলা মঞ্চে এই ভর্তি লটারি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং শিক্ষক সৈয়দ নুরুজ্জামান কাজল ও মো. বারেক হাওলাদারের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাহাব উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইসমত আরা শাফি বন্যা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা বেগম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. মানছুর আহমেদ, ৩নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাহাবুদ্দিন পাটওয়ারী।
এ সময় বক্তারা বলেন, হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চাঁদপুরে একটি প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান। আজ আমরা প্রাক-প্রাথমিক শ্রেণিতে ক্যাচমেন্ট এরিয়াল এলাকার আবেদনকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে লটারির মাধ্যমে ৬০ জন শিক্ষার্থীকে ভর্তির জন্য নির্বাচিত করছি। একইভাবে ১ম শ্রেণিতে ভর্তির জন্য ৩০ জন শিক্ষার্থীকে নির্বাচিত করছি। যারা নির্বাচিত হবে তারাই আগামি ১০ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারির মধ্যে বিদ্যালয়ে ভর্তি হতে পারবে। আপনারা অভিভাবকরা আমাদের কাছে উত্তীর্ণ না হয়ে ভর্তির জন্য অন্যায় অনুরোধ করবেন না। আজ যারা লটারির মাধ্যমে উত্তীর্ণ হয়েছো তোমরা এই বিদ্যালয়ে ভর্তি হয়ে শিক্ষা মানোন্নয়ন করবে।
প্রাক-প্রাথমিক নির্বাচিত ৬০ জনে রোল নং হলো- ১৭, ৬৫, ১৬৭, ১৫১, ৪২, ৭৯, ৪, ২৫১, ১১৮, ২১, ৫৭, ১৫২, ২৫, ১৫৭, ৭১, ৭৫, ২৪২, ২৩, ৮৫, ২৫৩, ১২৭, ১০৩, ১৬৬, ৮৪,১৭২,৯৫, ১৯৮, ৪৪, ১৬৪, ১৫৫, ১৩১, ২৩৯, ৮০, ৬৭, ৩৪, ১৮, ২৫৪, ২৩৬, ৪৯, ২, ১৩৭, ১৫০, ৩২, ১৩২, ১০৯, ৪৩, ৫, ২২, ১৭১, ১৯২, ৭৮, ৮৩, ৬২, ২০৬, ১৭৪, ৮৮, ৪৫, ৯১, ২১০, ২২১ = মোট ৬০ জন।
১ম শ্রেণিতে লটারিতে উত্তীর্ণরা হলো- ৪০৭, ৫৬৭, ৩৪৭, ৫৪৮, ৫২৭, ৫৮১, ৩৯৯, ৫১১, ৩৯২, ৪৮৫, ৫৬৬, ৩৭০, ৫৮৭, ৪৩৩, ৩৬৪, ৪৯৪, ৩৯৪, ৩৫৬, ৫০৫, ৩৫৭, ৪৯৬, ৩৬৫, ৪৪৮, ৫৪৩, ৫৯০, ৩৪৮, ৩৩০, ৩৯৬, ৫৮৯ ও ৫২২ = ৩০ জন।