
মাহফুজ মল্লিক
গত কয়েকদিন যাবৎ শৈত্য প্রবাহের কারণে সাধারণ মানুষদের জীবনযাত্রা অচল হয়ে পড়েছে। বিশেষ করে গরিব, অসহায় ও খেটে খাওয়া মানুষদের চরম দুর্ভোগ পোহাতে হয়। ওইসব ছিন্নমুল অসহায় গরিব ও দুঃস্থদের পাশে দাঁড়িয়েছেন মতলব দক্ষিণ থানা পুলিশ।
থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচের ব্যক্তিগত উদ্যোগে গত বৃহস্পতি ও শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার নারায়নপুর, নায়েরগাঁও এবং পৌরসভার পানি ট্যাংকির মোড় এবং নলুয়া ৪ রাস্তার মোড় অর্থাৎ স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমির আশে-পাশের এলাকায় গিয়ে বিভিন্ন বয়সী ছিন্নমূল নারী-পুরুষদের মাঝে শীতবস্ত্র হিসেবে চাদর বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রমে অংশ নেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব র্সাকেল) মো. আহসান হাবীব ও থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ।
এ সময় উপস্থিত ছিলেন থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. ইব্রাহীম খলীল, সাংবাদিক আশরাফুল জাহান শাওলিনসহ অন্যান্যরা। ওসি জানান, ২ শতাধিক ব্যক্তিকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।