
চাঁদপুর পৌর নির্বাচনে ধানের শীষ প্রতীকে
স্টাফ রিপোর্টার
আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচন উপলক্ষে বিএনপি মনোনীত চাঁদপুর পৌরসভার ধানের শীষ প্রতীকে মেয়র প্রার্থী শফিকুর রহমান ভূঁইয়ার নির্বাচনী প্রচারণা অব্যাহত রয়েছে। গতকাল বুধবার সকাল ৯টা থেকে তিনি দলীয় নেতাকর্মী ও স্থানীয় মুরব্বীদের সাথে নিয়ে ১নং ওয়ার্ডের পুরাণবাজার শহীদ মিনার প্রাঙ্গণ থেকে প্রচারণা শুরু করেন।
এরপর তিনি রয়েজ রোড, কুলি বাগান, নিতাইগঞ্জ, মোম ফ্যাক্টরী, রিফোজী কলোনী, মসজিদ পট্টি, আড়ৎ পট্টি, ডাল পট্টি, দুধ পট্টি, বাতাস পট্টি, ফল পট্টি, মাছ বাজার, পুরাতন ফায়ার সার্ভিস মোড়, হরিজন পল্লী, মেরকাটিজ রোড, দেওয়ান আবুল খায়েরের বাড়ি পর্যন্ত গণসংযোগ করেন।
এসময় তিনি মোম ফ্যাক্টরী, রিফোইজি কলোনী, ফল পট্টি, হরিজন পল্লী ও দেওয়ান আবুল খায়েরের বাড়িতে পথসভায় মিলিত হন। পথসভায় শফিকুর রহমান ভূঁইয়া বলেন, আমি চাঁদপুর পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়ে আপনাদের সেবা করেছি। আমি আপনাদের জানমাল হেফাজত করার চেষ্টা করেছি। আমি চেয়ারম্যান থাকাকালে এই পুরাণবাজার এলাকার নদী ভাংতি মানুষের জন্য কাজ করেছি। আগামি ২৯ মার্চ আপনারা সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট কেন্দ্রে উপস্থিত থেকে আপনাদের পছন্দের প্রার্থীকে ইভিএম পদ্ধতির মাধ্যমে ভোট প্রদান করবেন। এবারের নির্বাচনে ভোটাররা স্বতস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন। আপনারা যদি ইভিএম পদ্ধতি সম্পর্কে না জেনে থাকেন তাহলে ইভিএম পদ্ধতিতে কীভাবে ভোট দিতে হয় তা জেনে নিবেন। এই পদ্ধতিতে আপনার ভোট আপনিই প্রদান করবেন। কোন কারচুপির রাস্তা নেই।
হরিজন পল্লীর বৈঠকে তিনি বলেন, আমি যখন চাঁদপুর পৌরসভার চেয়ারম্যান ছিলাম তখন আপনাদের সুখে-দুঃখে পাশে ছিলাম। আমি আপনাদের বিদ্যুৎ ও গ্যাসের বিল মওকুফ করেছিলাম। এ বছর যদি আপনারা আমাকে ২৯ মার্চ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করেন আমি আপনাদের আশ্বস্ত করছি আপনাদের পানি, বিদ্যুৎ ও গ্যাসের বিল মওকুফ করার চেষ্টা করবো। তাছাড়া আপনাদের যে একতলা ভবন রয়েছে এটি আমি বহুতল করে দওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান বাবুল, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. সেলিম খান, যুগ্ম সম্পাদক কাদের বেপারী, কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মীর আনোয়ার হোসেন বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ছলেমান ঢালী, ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম নজু বেপারী, বর্তমান সভাপতি আনিসুর রহমান বেপারী, সাধারণ সম্পাদক আসলাম তালুকদার, ওয়ার্ড যুবদলের সভাপতি জাহাঙ্গীর মুন্সি, সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।