১৮তম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে ১৮তম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
তিনি বক্তব্যে বলেন, চাঁদপুরে ক্রীড়া ও সংস্কৃতির ক্ষেত্রে বিশাল ঐতিহ্য রয়েছে। চাঁদপুরের সব ঐতিহ্য ফিরিয়ে আনতে সবাই কাজ করে যাচ্ছেন। চাঁদপুরের ক্রীড়া জগতে যত ক্রীড়াবিদ আছেন তাদের যেনো আমরা সঠিকভাবে পরিচর্যা করতে পারি। সবাই যেনো পরবর্তী পর্যায় যেতে পারে এবং জাতীয় পর্যায় থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায় যেনো তারা তাদের স্থান করে নিতে পারে সেজন্য আমাদের তাদের পাশে থাকতে হবে এবং সঠিক পৃষ্ঠপোষকতা দিতে হবে।
জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. মাজেদুর রহমান খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল¬াহ আল মাহমুদ জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, হাইমচর উপজেলা চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি হরি, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসি বেগম, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী, সাধারণ সম্পাদক লক্ষ্মন চন্দ্র সূত্রধর, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আইযুব আলী বেপারী, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল প্রমুখ।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে চাঁদপুর সদর উপজেলা দল ও কচুয়া উপজেলা দল।