ইলশেপাড় ডেস্ক
এখন পর্যন্ত একটি ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করেছে বাংলাদেশ। ২০১১ ওয়ানডে বিশ্বকাপে সহ-আয়োজক এবং ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ এককভাবে আয়োজন করে বিসিবি। এবার ২০২৭ বিশ্বকাপ এককভাবে আয়োজনের ইচ্ছের কথা জানিয়েছে তারা। বিসিবির সর্বশেষ সভায় এমন প্রস্তাবনা উঠেছে বলে দুইটি বেসরকারি টিভি চ্যানেলকে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
আইসিসির সর্বশেষ সভার পর ভবিষ্যতের কর্ম পরিকল্পনা প্রকাশ করেছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তারপর বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন জানিয়েছিলেন, বাংলাদেশের বিশ্বকাপ আয়োজনের ইচ্ছের কথা।
তবে সেটি কোন বিশ্বকাপ, এই বিষয়ে কিছু জানাননি তিনি। এবার জালাল ইউনুস জানিয়েছেন, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ এককভাবে আয়োজন করতে চান তারা।
এর আগে ২০১১ বিশ্বকাপে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে আয়োজক ছিল বাংলাদেশ। ওই আসরের উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেয় বাংলাদেশ। এরপর ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ এককভাবে আয়োজন করে বিসিবি।
০৯ জুন, ২০২১।