ফরিদগঞ্জে ৭০ ভাগ ভোট নিয়েই নৌকার বিজয় নিশ্চিত করবো

---------সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান

নবী নোমান/নারায়ন রবিদাস
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে আওয়ামী লীগ প্রার্থী মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, ইতোপূর্বে দু’বার নির্বাচনে অংশ নিয়ে ষড়যন্ত্রের শিকার হয়ে পরাজিত হয়েছি। প্রধানমন্ত্রী এবার নিজে ডেকে আমাকে মনোনয়ন দিয়েছেন, নিশ্চয়ই কোন কারণ রয়েছে। তাই প্রধানমন্ত্রীর সম্মান রক্ষার্থে এবার আর কোন ভুল করা চলবে না। ৩০ ডিসেম্বরের নির্বাচনে ফরিদগঞ্জে সত্তর ভাগ ভোট নৌকায় নিয়েই নৌকার বিজয় নিশ্চিত করবো। আরো প্রমাণ করবো ফরিদগঞ্জ বিএনপির নয়, আওয়ামী লীগের ঘাঁটি।
তিনি বলেন, নেতৃত্ব নিয়ে আমাদের মধ্যে দ্বিধা থাকলেও নৌকা ও শেখ হাসিনার প্রশ্নে কোন বিভেদ নেই। আওয়ামী যুবলীগ তার প্রমাণ দিয়েছে। গতকাল শুক্রবার সকালে একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।
উপজেলা যুবলীগের আহ্বায়ক বিল্লাল হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজি সফিকুর রহমান ও মহিউদ্দিন ভূঁইয়া ইরানের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাহেদ সরকার, স্বাচীপের কেন্দ্রীয় নেতা ডা. একেএম মোস্তফা হোসেন, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. হারুনুর রশিদ সাগর, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, যুবলীগের কেন্দ্রিয় কমিটির সাবেক সদস্য মহিউদ্দিন খোকা, আওয়ামী লীগের কেন্দ্রিয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক কমিটির সহ-সম্পাদক খাজে আহাম্মদ, আওয়ামী লীগ নেতা কামরুল হাসান সউদ ও সফিউল আলম রাজন।
এছাড়া যুবলীগের পক্ষে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সদস্য ইসমাইল পাটওয়ারী, দেলোয়ার মোল্লা, মুরাদ পাটওয়ারী, রুহুল আমিন রুবেল, মাসুদ মিজি, আব্দুস সাত্তার কচি, টিপু সুলতান সরকার, মাসুদ খান প্রমুখ।