মাহফুজ মল্লিক
মতলব দক্ষিণ উপজেলায় ক্রেতা পরিচয়ে এক প্রতারক এক মাংস বিক্রেতার কাছ থেকে অভিনব কায়দায় ১০ হাজার নিয়ে ওই টাকা আত্মসাৎ করে পালিয়ে যান। এ ঘটনায় ৩ জনকে আটক করে পুলিশ। গত শুক্রবার সকাল আটটায় উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে। মাংস বিক্রেতার নাম মো. বাবু। তার বাড়ি উপজেলার দশপাড়া এলাকায়। তিনি উপজেলা পরিষদের সামনের রাস্তার পাশে দোকান দিয়ে দীর্ঘদিন ধরে গরুর মাংস বিক্রি করছেন।
ওই মাংস বিক্রেতা ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ৮টায় দোকানে রাখা মাংস বিক্রি করছিলেন ওই বিক্রেতা। এমন সময় দু’মণ মাংস কেনার কথা বলে ৪ ব্যক্তি তার দোকানে আসেন। দোকানটিতে তিনজনকে বসিয়ে তাদের একজন মাছ কেনার কথা বলে উপজেলা সদর বাজারে যাওয়ার কথা বলেন এবং মাংস বিক্রেতাকে ১০ হাজার টাকা দিতে বলেন। মাছবাজার থেকে ফিরে এসে ওই ১০ হাজার টাকাসহ মাংসের দাম দেয়ার কথা বলেন। ওই বিক্রেতা সরল মনে তাকে ১০ হাজার টাকা দিলে টাকা নিয়ে গাঢাকা দেন তিনি। দুই-তিন ঘণ্টা অপেক্ষা করার পরও ক্রেতারূপী ওই ব্যক্তি ফিরে না আসায় দোকানে বসা তার তিন সহযোগীকে আটক করে বিষয়টি পুলিশকে জানান ওই মাংস বিক্রেতা।
পরে পুলিশ এসে ওই তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়। আটক ব্যক্তিরা হলেন মো. বাবু (২১), দেলোয়ার হোসেন (৪৫) ও জাহাঙ্গীর আলম (৪৫)। তাদের বাড়ি উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাগিচাপুর গ্রামে।
মতলব দক্ষিণ থানার ওসি স্বপন কুমার আইচ বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি। আটক তিন ব্যক্তির কাছ থেকে ১০ হাজার টাকার মুচলেকা আদায় করে তাদের ছেড়ে দেয়া হয়। পরে ওই টাকা মাংস বিক্রেতাকে দেয়া হয়। টাকা আত্মসাৎকারী ব্যক্তি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। অপর তিনজন প্রতারক চক্রের সঙ্গে যুক্ত কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
- Home
- চাঁদপুর
- মতলব দক্ষিণ
- মাংসের দোকানদারের ১০ হাজার টাকা আত্মসাৎ, আটক ৩