ফরাজীকান্দি এতিমখানায় ঢেউটিন ও কম্বল বিতরণ

মতলব উত্তর ব্যুরো
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল আমিন রুহুল বলেছেন, এতিম ও অসহায়দের সহায়তা করা প্রত্যেকের দায়িত্ব। এতিমদের নৈতিক শিক্ষার মাধ্যমে জাতীয় সম্পদে রূপান্তরিত করতে সরকার আন্তরিক ভাবে কাজ করছে। ফরাজীকান্দি এতিমখানা ফ্লোর ধসের ঘটনা যেন আর পুনরাবৃত্তি না হয় সেই দিকে আমাদের নজর রয়েছে। পুরাতন ভবনটি ভেঙ্গে নতুন ভবন করা হবে। তাৎক্ষণিকভাবে ১০ বান্ডেল ঢেউটিন, ৩০ হাজার টাকা ও ৫০টি কম্বল দেয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে মতলব উত্তর উপজেলা পরিষদে ফরাজীকান্দি আল-আমিন এতিমখানা কর্তৃপক্ষে কাছে ঢেউটিন, টাকা ও কম্বল বিতরণকালে তিনি এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক রতন ফরাজী, উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাড. মহসিন মিয়া মানিক, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক অ্যাড. জসিম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য বোরহান উদ্দিন ডালিমসহ নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত শনিবার রাতে ফরাজীকান্দি আল-আমিন শিশুসদন (এতিমখানা) ৩ তলা ভবনের দোতলার ফ্লোর ধসে ৪৩ ছাত্র আহত হয়।