ফটিকখিরা এসএ বালিকা উবি’র নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

তোমরাই একদিন দেশ ও জাতির কল্যাণে অবদান রাখবে
………….মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি

নোমান হোসেন আখন্দ
শাহরাস্তির ফটিকখিরা এস এ বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় বিদ্যালয় মাঠে সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
তিনি তাঁর বক্তব্য বলেন, আমি মুক্তিযুদ্ধ করেছি, সেক্টর কমান্ডার হয়েছি, সংসদ সদস্য হয়েছি, মন্ত্রী হয়েছি। আমার বাবা-মা কখনও চিন্তা করেনি, তবে আশা করেছেন। তোমরা আগামি দিনের কর্ণধার, তোমাদের মধ্যে থেকেই একদিন এ দেশের প্রধানমন্ত্রী হয়ে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখবে। লেখাপড়ায় গভীর মনোযোগ ও কঠিন অধ্যাবসায় তোমাদের সঠিক লক্ষ্যে পৌঁছে দিবে।
তিনি আরো বলেন, বাংলার মাটিতে আমার যে অধিকার রয়েছে, একজন ভিক্ষুকেরও সমান অধিকার রয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণে তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব মানুষকে বসবাসের সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে সব শিক্ষার্থী যেন উন্নত পরিবেশে লেখাপড়া করতে পারে সেজন্য প্রতিষ্ঠান গুলোতে নতুন ভবন ও আধুনিকায়নের কাজ চলমান রয়েছে। সারা দেশের উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, ২০৪১ সালের আগেই আমরা বিশে^র বুকে উন্নত রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো ইনশাআল্লাহ।
ফটিকখিরা এসএ বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মমিনের সভাপতিত্বে এবং রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবুল হোসেন শান্ত মোঘলের পরিচালনায় বিশেষ অতিথির উপস্থিত ছিলেন পৌর মেয়র হাজি আবদুল লতিফ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিন্টু, থানার অফিসার ইনচার্জ মো. শাহআলম, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, চৌধুরী মোস্তফা কামাল, যুগ্ম-সম্পাদক খোকন সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান উল্লাহ চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, উপজেলা যুবলীগ আহ্বায়ক আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল, যুগ্ম-আহ্বায়ক ওমর ফারুক দর্জি, মাহফুজুল কবির, যুবলীগ নেতা আলমগীর কবির পলাশ, উপজেলা ছাত্রলীগ সভাপতি ইমদাদুল হক মিলন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ হোসেন প্রমুখ।
সভায় বিভিন্ন দপ্তরের কমকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।