হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে উপজেলা মৎস্য কার্যালয়ের আয়োজনে মাছ চাষের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে বৃহত্তর কুমিল্লা জেলায় মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় পেনে মাছ চাষ প্রদর্শনীর উপর এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
মাঠ দিবসের অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শামসুল আলম পাটওয়ারী সভাপতির বক্তব্যে বলেন, বর্ষায় প্লাবনভূমিতে মাছ চাষের একটি পদ্ধতি পেনে মাছ চাষ। সমাজভিত্তিক এই ধরনের মাছ চাষ বর্ষায় প্লাবিত ধান ক্ষেতসহ অন্যান্য প্লাবনভূমিতে মাছ চাষের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির সাথে দেশীয় মাছ উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, ইউনিয়ন এবং ওই গ্রামের মাছ চাষি, পেনে মাছ চাষি, পোনা ও রেণু উৎপাদনকারী, মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারীসহ স্থানীয় ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
৪ অক্টোবর, ২০২০।