মনিরুল ইসলাম মনির
মতলব উত্তরের জহিরাবাদ ইউপির উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী গাজী সেলিম মিয়ার নৌকা প্রতীকের পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জহিরাবাদ ইউপির উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গাজী সেলিম মিয়া, আওয়ামী লীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দীপু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম হাওলাদার ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান।
রোববার (১৮ অক্টোবর) জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী মুক্তার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জহিরাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম কাজল, উপজেলা যুবলীগের সদস্য রাসেল মাহমুদ, জহিরাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গাজী নাছিম রানা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি তানভীর আহমেদ শিশির প্রমুখ।
উপস্থিত ছিলেন ফতেপুর পূর্ব ইউপির চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, কলাকান্দা ইউপির চেয়ারম্যান সোবহান সরকার সুভা, ঢাকা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি রহমত উল্লাহ সরকার লিখন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য মিনহাজ উদ্দিন খান, যুগ্ম-আহ্বায়ক তামজিদ সরকার রিয়াদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেন, মতলব অবহেলিত জনপদ ছিলো। আমি দু’বার এমপি নির্বাচিত হয়ে দু’বারই মন্ত্রী হয়েছিলাম।
প্রার্থীর উদ্দেশে বলেন, জনগণকে সম্মান করতে হবে। নির্বাচনের দিন পরিবারের সবাইকে নিয়ে ভোট দিতে আসার আহ্বান জানান। প্রশাসনকে নিরপেক্ষ আচরণ করার অনুরোধ জানান।
তিনি আরো বলেন, নৌকা স্বাধীনতার প্রতীক। প্রত্যেকের ঘরে ঘরে নৌকা মার্কার জন্য ভোট ভিক্ষা চাইতে হবে। এ এলাকা নৌকার ঘাঁটি। শেখ হাসিনার উন্নয়নের প্রতীক নৌকা। তিনি আরো বলেন, নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রগতি নিশ্চিত করতে নৌকায় ভোট দিতে আহ্বান জানিয়েছেন মায়া চৌধুরী।
তিনি বলেন, নৌকায় ভোট দিলে দেশে উন্নয়ন হয়। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনা ভেবে চিন্তে সৎ যোগ্য প্রার্থীকে নৌকা প্রতীক দিয়েছেন।
বিশ্বে যে ক’জন সৎ ও দক্ষ প্রধানমন্ত্রী আছেন তাদের মধ্যে শেখ হাসিনা অন্যতম উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ ভোট কেন্দ্র দখলে বিশ্বাসী নয়, উন্নয়নে বিশ্বাসী।
১৯ অক্টোবর, ২০২০।