কুমিল্লার প্রত্ন-নিদর্শনসমূহ ইউনেস্কোর বিশ^ ঐতিহ্য তালিকাভূক্তকরণের লক্ষ্যে অংশীজন সভা

কুমিল্লা ব্যুরো
কুমিল্লার প্রত্ন-নিদর্শনসমূহ ইউনেস্কোর বিশ^ ঐতিহ্য তালিকা ভূক্তকরণের লক্ষ্যে অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সন্ধ্যায় কুমিল্লা ময়নামতি জাদুঘরের রেস্ট হাউজ হল রুমে প্রত্নতত্ত্ব অধিদপ্তর আয়োজিত টঢ়ফধঃরহম ঃযব টঘঊঝঈঙ ঞবহঃধঃরাব খরংঃ ড়ভ ইধহমষধফবংয বিষয়ে কর্মসূচির আওতায় কুমিল্লা অঞ্চলের শালবন বিহার ও তৎসংলগ্ন প্রত্নস্থানের সম্ভাব্য তালিকা হালনাগাদকরণ বিষয়ে অংশীজন (ঝঃধশবযড়ষফবৎং সববঃরহম) সভায় প্রধান অতিথি ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক মো. হান্নান মিয়া।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ড. মো. আতাউর রহমারে সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুজ্জামান। বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মুর্শেদ রায়হান, সাংবাদিক অশোক বড়ুয়া, ঐতিহ্য কুমিল্লার প্রতিষ্ঠাতা পরিচালক জাহাঙ্গীর আলম ইমরুল।
সভায় ভার্চুয়ালভাবে অংশগ্রহণ করে বিশেষজ্ঞ হিসেবে বক্তব্য উপস্থাপন করেন ম্যাকাও বিশ্ববিদ্যালয়ের প্রফেসর (ডড়ৎষফ যবৎরঃধমব বীঢ়বৎঃ) ড. শরীফ শামস্ ইমন ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. স্বাধীন সেন।
এসময় কুমিল্লা সেনানিবাসের সিইও ওয়ালিউজ্জামান, বিজিবির সহকারী পরিচালক মাহবুবুর রহমান, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার সুভাসিশ ঘোষ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মুহাম্মদ সোহরাব উদ্দীন, মো. সাদেক উজ্জামান তনু, মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী, নিয়ামুল হুদা, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রত্নসম্পদ সংরক্ষণ বিভাগের উপ-পরিচালক ড. মো. আমিরুজ্জামান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
অনুষ্ঠানের শুরুতে কুমিল্লার ইতিহাস-ঐতিহ্য নিয়ে ‘ঐতিহ্য কুমিল্লা’ নির্মিত একটি প্রমাণ্যচিত্র প্রদর্শন করা হয়। কুমিল্লার ঐহিত্যবাহী নির্দশন সমূহের পাশাপাশি সূরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ, সংগীতজ্ঞ সচীন দেববর্মনসহ ঐতিহাসিক ব্যক্তিদের তুলের ধরা হয়।
এর আগে দুপুরে আগে কুমিল্লা সেনানিবাসের ভিতরে বিভিন্ন সাইট পরিদর্শনসহ স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার মো. সাজ্জাদ হোসেনের সাথে এ বিষয়ে আলোচনা করেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক মো. হান্নান মিয়া।
২৫ নভেম্বর, ২০২০।