মনোয়নপত্র সংগ্রহের দিন রাতেই মৃত্যু
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ আবু বকর ছিদ্দিকের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (২১ ডিসেম্বর) বাদ জোহর হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের প্রথম জানাযা ও মরহুমের নিজ বাড়ি মকিমাবাদ সর্দার বাড়ি জামে মসজিদে দ্বিতীয় জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে রোববার দিবাগত রাত ৯টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আলহাজ আবু বকর ছিদ্দিক। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫২ বছর। তিনি পৌরসভাধীন মকিমাবাদ গ্রামের সর্দার বাড়ির মরহুম খলিলুর রহমানের ছেলে। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
এদিন দুপুরে মরহুম কাউন্সিলর আলহাজ আবু বকর ছিদ্দিকের মরদেহ পৌরসভা কার্যালয়ে আনা হলে পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন পৌর কাউন্সিলরদের সাথে নিয়ে প্রথমে পৌর পরিষদের পক্ষে এবং পরে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন করেন।
এর আগে পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন মরহুমের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান। এরপর হাজীগঞ্জ বড় মসজিদে মরহুম আলহাজ আবু বকর ছিদ্দিকের মরদেহ নেয়া হলে সেখানে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
জানা গেছে, আলহাজ আবু বকর ছিদ্দিক হাজীগঞ্জ পৌরসভাধীন ৬নং ওয়ার্ড থেকে টানা ২ বার কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি কাউন্সিলর পদে দায়িত্বরত ছিলেন। আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে তিনি আবারো কাউন্সিলর পদপ্রার্থী ছিলেন।
গত রোববার তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন একই বাড়ির বাসিন্দা মো. আবুল ফারাহসহ অন্যান্য লোকজন। মনোনয়নপত্র সংগ্রহের দিন রাতেই রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আলহাজ আবু বকর ছিদ্দিক। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত অক্টোবর মাসের শেষ দিকে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন আলহাজ আবু বকর ছিদ্দিক। এরপর তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেয়া হলে সেখানে পরীক্ষা-নিরিক্ষা শেষে তার শরীরে মরণব্যাধী ক্যান্সার ধরা পড়ে। সেখানে তিনি বেশ কিছুদিন চিকিৎসাধীন ছিলেন।
পরে চিকিৎসকদের পরামর্শে গত ২৪ নভেম্বর তাকে ভারত নেয়া হয়। সেখান থেকে ১৬ ডিসেম্বর তিনি দেশে ফিরে আসেন। রোববার আলহাজ আবু বকর ছিদ্দিকের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আবারো রাজধানীর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এদিকে কাউন্সিলর আলহাজ আবু বকর ছিদ্দিকের মৃত্যুতে তার পরিবারসহ বাড়ি ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে শোক জানিয়ে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপনসহ পৌর পরিষদ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
২২ ডিসেম্বর, ২০২০।