ফরিদগঞ্জে জাতীয় শিশু দিবস, গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে আগামি ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিবস, জাতীয় শিশু দিবস-২০২১ ও ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস-২০২১ যথাযথভাবে পালনের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে গত বৃহস্পতিবার (১১ মার্চ) সকাল ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিএস তসলিম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শহিদ উল্যাহ তপদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. কামরুল হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার মামুনুর রশিদ, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ. ছোবহান লিটনসহ উপজেলার বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা।
১৬ মার্চ, ২০২১।