বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

শাহরাস্তিতে মুক্তিযোদ্ধাদের আয়োজনে
শাহরাস্তি ব্যুরো
শাহরাস্তি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। গত রোববার (২১ মার্চ) সকাল ১০টায় বর্ণাঢ্য র‌্যালিটি নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে মেহার কালীবাড়ী হয়ে উপজেলা পরিষদ চত্বর হয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এসে শেষ হয়। বর্ণাঢ্য র‌্যালিতে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবারবর্গ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড ও সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহাজান পাটোয়ারী, মুক্তিযোদ্ধা আবদুল মান্নান বিএসসি, মহসিন মজুমদার, রুহুল আমিন, হাফেজ আহম্মেদ, আবদুল ওহাব, অহিদুর রহমান, মো. ফারুক, মোস্তফা কামাল, মোবারক হোসেন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড উপজেলা সদস্য সচিব সাংবাদিক নোমান হোসেন আখন্দ, উপদেষ্টা সদস্য এইচ এম শোয়েব দেওয়ান, আবুল খায়ের, সিরাজ বয়াতী, মো. সুমন, আলমগীর হোসেন, মঞ্জুর হোসেন, জেসমিন আক্তার প্রমুখ।
২৩ মার্চ, ২০২১।