শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা

আজ ষষ্ঠী বিহীত পূজা

স্টাফ রিপোটার
শারদীয় দুর্গা পূজা পঞ্চমী বিহীত পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে। চন্ডীপাঠের মাধ্যমে দেবী দুর্গার পূজার জন্য পঞ্চমী বিহীত লগ্নে ঘট স্থাপন করা হয়। তা দিয়ে শুরু হয় শরৎকালের অকালবোধনে দেবী দুর্গার নিঘন্টন আরাধনা আজ সোমবার অনুষ্ঠিত হবে ষষ্ঠী বিহীত পূজা। গতকাল রোববার চাঁদপুর শহরের সন্ধ্যার পর থেকে মন্দিরে-মন্দিরে চলে দুর্গা প্রতিমা স্থাপনের কাজ। গত ৬ অক্টোবর দেবী দুর্গার আগমনী বার্তা শুভ মহালয়ার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজার কার্যক্রম শুরু হয়েছে। এবছর দেবী দুর্গা দোলায় আগমন করবে এবং গজে (নৌকায়) প্রস্থান করবেন। মন্দিরে-মন্দিরে সজ্জার কাজ সম্পন্ন হয়েছে। চাঁদপুর জেলায় এ বছর ২শ’ ১১টি মন্ডপে দুর্গা পূজা উদযাপন করা হচ্ছে।
চাঁদপুর সদর উপজেলা ৩৪টি মন্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। পূজা মণ্ডপগুলো হলো- কালীবাড়ি মন্দির, গোপাল জিউর আখড়া, গুয়াখোল কুন্ডু বাড়ি, মিনার্ভা পূজা মন্ডপ, রামকৃষ্ণ আশ্রম, মজুমদার বাড়ি, গুহ বাড়ি পূজা মন্ড, পুরানবাজার বাতাসা পট্টি বারোয়ারি পূজা মন্ডপ, নিতাইগঞ্জ পূজা মন্ডপ, হরিসভা পূজা মন্ডপ, পুরাণবাজার ঘোষপাড়া পূজা মন্ডপ, জাফরাবাদ পালপাড়া দুর্গা মন্ডপ, নিতাইগঞ্জ রণজিৎ দাশের বাড়ি পূজা মন্ডপ, নতুন বাজার পালপাড়া শিতলা মায়ের মন্দির পূজা মন্ডপ, নতুন বাজার ঘোষপাড়া সার্বজনীন পূজা মন্ডপ, পুরান বাজার হরিজন পল্লী দুর্গা মন্ডপ, মহামায়া দত্তবাড়ি পূজা মন্ডপ, মৈশালবাড়ি পূজা মন্ডপ, দামোদরদি কমল কৃষ্ণ মহাশয়ের বাড়ি পূজা মন্ডপ, প্রতাপ সাহা রোড দুর্গা মন মন্ডপ, চর বাকিলা বড় সূত্রধর বাড়ি দুর্গা মন্ডপ, বাবুরহাট রমেশ দের বাড়ি পূজা মন্ডপ, স্বর্ণখোলা রোড সন্তোষী মায়ের পূজা মন্ডপ, রেলওয়ে হরিজন কলোনি মহাবীর মন্দির, ডাসাদী বড় সূত্রধর বাড়ি দুর্গা মন্দির, পানের গোলা দুর্গা মন্দির, ডাসাদী স্বগীয় সুরেশ দাসের বাড়ি দুর্গা মন্দির, নবতারা সার্বজনীন দুর্গামন্দির, বালিয়া রাধা গোবিন্দ মন্দির, প্রতাপ সাহা রোড লোকনাথ মন্দির, শিলন্দিয়া মন্টু দের বাড়ি দুর্গা মন্দির ও পুরান বাজার নিতাইগঞ্জ কার্তিক সাহার বাড়ি দুর্গা মন্দির।
১১ অক্টোবর, ২০২১।