সংসদ সদস্য হিসেবে মানুষের জন্য কাজ করছি
নোমান হোসেন আখন্দ
মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, পরিকল্পনা মন্ত্রণালয় ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য, চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম এমপি সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। রোববার (২৪ জুলাই) বিকাল ৪টায় শাহরাস্তি পৌর মেয়রের বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম জানান, ১৯৯৬ সাল থেকে দীর্ঘ ২৬ বৎসর যাবৎ শাহরাস্তি-হাজীগঞ্জবাসীর কল্যাণে নিবেদিত হয়ে কাজ করছি। দীর্ঘ ৪টি পিরিয়ড সংসদ সদস্য হিসেবে ৬ কিলোমিটার রাস্তা থেকে সাড়ে ৭শ’ কিলোমিটার রাস্তা পাকা করা হয়েছে, ডাকাতিয়া নদীতে ৮টি ব্রিজ, ৭ শতাধিক ব্রিজ-কালভার্ট, ৭ শতাধিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের কাজ শেষ করা হয়েছে। ১শ’ ৫০ কোটি টাকা ব্যয়ে (সওজ) সড়ক ও জনপদের ২টি সড়কের কাজ শেষ করা হয়েছে। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে শাহরাস্তির ডাকাতিয়া নদীর পাশে ৪৫ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণের কাজ চলমান রয়েছে। ৯৬ সালের আগে ২ উপজেলায় ১৫ ভাগ বিদ্যুৎ ছিল, তাও বিদ্যুৎ ঠিকমত থাকতো না। বর্তমানে ২ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন করা হয়েছে। শাহরাস্তি পৌরসভা, ফায়ার সার্ভিস স্টেশন আমরা করেছি। মডেল মসজিদ, স্টেডিয়ামের নির্মাণ কাজ প্রক্রিয়াধীন আছে। শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলায় কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিসিক নির্মাণ করার কাজ প্রক্রিয়াধীন আছে।
তিনি আরো বলেন, আমাদের ২১ বৎসর আগে যারা ছিল, তারা কি করেছেন, তারা কিছু করলেও আমরা আরো বেশি উন্নয়ন কাজ করতে পারতাম। এতসব উন্নয়নে আমার কৃতিত্বের চেয়ে সবচেয়ে বেশি কৃতিত্ব বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার। যিনি মানুষের ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করছেন। অবকাঠামো উন্নয়ন, আর্থসামাজিক উন্নয়নসহ সামগ্রিক উন্নয়নে দেশের মানুষের জন্য নিবেদিত হয়ে কাজ করছেন।
তিনি উন্নয়নের সব ফিরিস্তি তুলে ধরে বলেন, ২ উপজেলায় আমার দায়িত্বকালীন সময়ে প্রায় ১৪শ’ থেকে ১৬শ’ কোটি টাকার উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। আর এতসব উন্নয়ন কাজ সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, দলীয় নেতাকর্মী, সাংবাদিক সমাজ সবার ঐকান্তিক আন্তরিক সহযোগিতায়।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সামছুজ্জোহা, বিআইডব্লিউটিএ’র নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেন, শাহরাস্তি উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেপালী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন রশীদ, পৌর মেয়র হাজি আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সূচীপাড়া উত্তর ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান, পৌর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহ আল-মামুন, উপজেলা যুবলীগের আহ্বায়ক আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল, যুগ্ম-আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান ওমর ফারুক দর্জি প্রমুখ।
মতবিনিময়কালে চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, সাবেক সভাপতি কাজী শাহাদাত, শহীদ পাটওয়ারী, শরীফ চৌধুরী, ইকবাল পাটওয়ারী, সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, এএইচএম আহসানউল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক আলম পলাশ, মাহবুবুর রহমান সুমন, ফারুক হোসেন, এমআর ইসলাম বাবু, তালহা যুবায়েরসহ সাংবাদিক নেতৃবৃন্দ এবং হাজীগঞ্জ ও শাহরাস্তি প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
২৫ জুলাই, ২০২২।