এস এম সোহেল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর জেলার ৫টি আসনে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী ঘোষণা করা হয়েছে। সোমবার (২৭ নভেম্বর) জাতীয় পাটির মনোনয়ন বোর্ডের সভা শেষে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়।
তালিকা অনুযায়ী চাঁদপুরের ৫টি আসনে জাতীয় পাটির মনোনয়ন পেলেন চাঁদপুর-১ (কচুয়া) আসনে জাতীয় পার্টির মনোনয়নপত্র পেয়েছেন সাবেক সাংসদ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ডা. একে এস এম শহীদুল ইসলাম। চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা সভাপতি আলহাজ এমরান হোসেন মিয়া। চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক অ্যাড. মোহাম্মদ মহসীন খান। চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের বৈদেশিক ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা শেখ সাজ্জাদ রশীদ সুমন। চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে মনোনয়ন পেয়েছেন জাতীয় মৎস্যজীবী পার্টির কেন্দ্রীয় নেতা ওমর ফারুক।
২৮ নভেম্বর, ২০২৩।