চাঁদপুরে ৬৫০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

দুই প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের পুরাণ বাজারের দুটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৬৫০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ এবং দুই ব্যবসা প্রতিষ্ঠান মালিককে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যামাণ আদালত। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন। রাতে পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে শহরের পুরান বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় জগবন্ধু সাহার একটি গোডাউন থেকে প্রায় ৬৪০ কেজি এবং ভাই ভাই স্টোর নামক একটি মুদি পাইকারি দোকান থেকে প্রায় ১০ কেজি অবৈধ ও নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়।
অবৈধ পলিথিন বিক্রির দায়ে মেসার্স জগবন্ধু সাহা নামক প্রতিষ্ঠানের মালিককে ১০ হাজার টাকা এবং মেসার্স ভাই ভাই স্টোর মালিককে ২ হাজার টাকা অর্থাৎ দুই প্রতিষ্ঠান মালিককে ১২ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।
পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান অভিযানে উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হান্নান ও পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া।
পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মচারি এবং আইন শৃংখলা রক্ষায় সদর মডেল থানার পুলিশ সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান বলেন, সরকারের নির্দেশনা বাস্তবায়নে পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

২৭ নভেম্বর, ২০২৪।