ফরিদগঞ্জে উপদেষ্টা মাহফুজ আলমের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি

কারাগারে ঠাঁই হলো তৃতীয় লিঙ্গের জারার

ফরিদগঞ্জ ব্যুরো
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ ইউনুছের উপদেষ্টা মাহফুজ আলমসহ বিভিন্ন প্রশাসনের কর্মকর্তাদের নাম ভাঙ্গিয়ে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় আটক মো. ঝুটন মিয়া ওরপে জারা রহমান (৩৯) তৃতীয় লিঙ্গের ব্যক্তি (হিজড়া)’র অবেশে ঠাঁই হলো কারাগারে। এর আগে গত ১৯ ডিসেম্বর ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
ওই ইউনিয়নের বিশকাটালী গ্রামের মৃত বাচ্চু বেপারী ওরফে ভানুর ছেলে। মাদক ও দস্যুতাসহ আগের ৫টি মামলায় অভিযুক্ত দুর্ধর্ষ জারা রহমানের বিরুদ্ধে চাঁদাবাজি ও প্রতারণার মামলা দায়েরের পর আদালতে পাঠালে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে বলে নিশ্চিত করেছে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহআলম।
জানা যায়, অভিযুক্ত মো. ঝুটন মিয়া ওরপে জারা রহমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ ইউনুছের উপদেষ্টা মাহফুজ আলম, জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়ার সাথে তার সখ্যতা রয়েছে, বিভিন্ন কর্মকান্ডের জন্য টাকার প্রয়োজন এমন প্রতারণার আশ্রয় নিয়ে গত কয়েকমাস যাবৎ চাঁদাবাজি করে আসছে। তারই ধারাবাহিকতায় একই ইউনিয়নের ব্যবসায়ী বোরহান উদ্দিনের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করছে মো. ঝুটন মিয়া ওরফে জারা রহমানের নেতৃত্বে একটি চক্র। এক পর্যায়ে ভয়ভীতি দেখিয়ে বোরহান উদ্দিনের কাছ থেকে নগদ ২০ হাজার টাকা নিয়ে বাকি টাকার জন্য চাপ প্রয়োগ করতে থাকে সে।
পরবর্তীতে ভুক্তভোগী ব্যবসায়ী বোরহান উদ্দিন থানায় অভিযোগ দিলে পুলিশ প্রাথমিকভাবে ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে প্রতারণা ও চাঁদাবাজির মামলা গ্রহণ করে অভিযুক্ত মো. ঝুটন মিয়া ওরফে জারা রহমানকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহআলম বলেন, গ্রেপ্তারকৃত মো. ঝুটন মিয়া ওরফে জারা রহমানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মাদক ও দস্যুতাসহ আগেরও ৫টি মামলা রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।
ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া বলেন, একটি চক্র কর্তৃক উপদেষ্টা মহোদয়, জেলা প্রশাসক ও আমার নাম ভাঙ্গিয়ে প্রতারণার বিষয়টি অবগত হয়েছি। বিধি মোতাবেক ব্যবস্থাগ্রহণের জন্য পুলিশকে জানিয়েছি। প্রতারণা ও অপরাধমূলক কর্মকান্ড থেকে উপজেলাবাসীকে সচেতন থেকে প্রশাসনকে অপরাধীদের তথ্য দিয়ে সহায়তা করার জন্য অনুরোধ জানান তিনি।

২২ ডিসেম্বর, ২০২৪।