নতুন বাংলাদেশ বিনির্মাণে চলতি বছর স্মরণীয় হয়ে থাকবে
…….উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল। তিনি বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে চলতি বছর (২০২৪ সাল) স্মরণীয় হয়ে থাকবে। তাই, এ বছরকে স্মরণীয় রাখতে হলে এবং নতুন বাংলাদেশের স্বপ্নপূরণের জন্য আমাদের সবাইকে মিলে-মিশে কাজ করতে হবে।
তিনি বিভিন্ন রাজনৈতিক দল, সুধী-সাংবাদিকসহ উপজেলার সর্বস্তরের জনসাধারণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দেশের বিভিন্ন স্থানের তুলনায় আমাদের হাজীগঞ্জের পরিবেশ ও পরিস্থিতি ভালো রয়েছে। দেশের অন্যতম উপজেলা হিসেবে হাজীগঞ্জের সব ইউপি চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন। আশা কারি, সকলের সার্বিক সহযোগিতায় ও অংশগ্রহণে অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধ করে একটি মডেল উপজেলা গঠন করবো।
সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমেনা আক্তার, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক, উপজেলা প্রকৌশলী মো. আজিজুল হক, আনসার-ভিডিপি কর্মকর্তা রাজিয়া বেগম, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া, গোলাম মোস্তফা স্বপন, নুরুল আমিন হেলাল, মোস্তফা কামাল মজুমদার, কাজী নুরুর রহমান বেলাল, একেএম মজিবুর রহমান ও আবু তাহের প্রধানীয়া, সাংবাদিক কামরুজ্জামান টুটুল প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু সাঈদ চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফেরদৌস আহমেদ, বন কর্মকর্তা মো. তাজুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শাহজালাল, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মাহবুব আফছার, সমবায় কর্মকর্তা মো. গোলামুর রহমান, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিলনসহ সরকারি কর্মকর্তারা।
০১ জানুয়ারি, ২০২৫।