শহরে কোন কিশোর গ্যাং, চাঁদাবাজ ও সন্ত্রাসী থাকবে না
….. জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন
এস এম সোহেল
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ স্লোগানে চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তারুণ্যের উৎসবের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) সকালে চাঁদপুর স্টেডিয়ামে বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
তিনি তাঁর বক্তব্যে বলেন, এ উৎসব তরুণ ও ছাত্র-জনতার। আমরা চাই আমাদের শহরে কোন কিশোর গ্যাং থাকবে না, কোন চাঁদাবাজি থাকবে না, কোন সন্ত্রাসী থাকবে না। কোথাও কোন অপরিষ্কার থাকবে না। আমরা চাঁদপুরকে সন্ত্রাসমুক্ত গঠন করতে চাই। নতুন বছরের প্রথম দিনে এই হোক আমাদের অঙ্গীকার। আমাদের প্রতিজ্ঞা হোক- এই দেশকে আমরা নতুন করে গড়তে চাই।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. গোলাম জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একরামুল ছিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. এরশাদ উদ্দিন, জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্ল্যাহ সেলিম, চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক অ্যাড. শাহজাহান মিয়া, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশাসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
পরে চাঁদপুর স্টেডিয়াম থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চাঁদপুর কেন্দ্রীয় শহিদ মিনারে এসে শেষ হয়।
০২ জানুয়ারি, ২০২৫।