স্টাফ রিপোর্টার
চাঁদপুর প্রেসক্লাব কর্তৃক আয়োজিত অনুসন্ধানী সাংবাদিকতার পুরস্কার পেলেন চাঁদপুরের অন্যতম দৈনিক ইল্শেপাড় পত্রিকার হাজীগঞ্জ উপজেলার ব্যুরো ইনচার্জ মোহাম্মদ হাবীব উল্যাহ্। স্থানীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের জন্য তিনি পুরস্কারপ্রাপ্ত হন। গত বুধবার তার হাতে পুরস্কারস্বরূপ নগদ অর্থের প্রতিকী চেক, সংবর্ধনা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহাসীন উদ্দিন।
জানা গেছে, অনুসন্ধানী সাংবাদিকতার উৎকর্ষে সাংবাদিকতা পুরস্কার-২০২৪ এর প্রতিযোগিতায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৭০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। এর মধ্যে বিজ্ঞ বিচারকমন্ডলী বিচারকার্যে ৬ জন নির্বাচিত হন। এই ৬ জনের মধ্যে মোহাম্মদ হাবীব উল্যাহ্ ‘অবৈধ জাগ দিয়ে মাছ শিকার, হুমকির মুখে ডাকাতিয়া নদীতে মাছের প্রজনন ও উৎপাদন’ শিরোনামে ইল্শেপাড় পত্রিকায় প্রকাশিত সংবাদে পুরস্কৃত হন।
পুরস্কারপ্রাপ্ত অপর ৫ সংবাদকর্মী হলেন- জাতীয় পত্রিকায় বিশেষ প্রতিবেদনের জন্য মনিরুজ্জামান বাবলু, টেলিভিশনে প্রতিবেদনের জন্য তালহা জুবায়ের ও আল ইমরান শোভন, স্থানীয় পত্রিকায় ধারাবাহিক প্রতিবেদনের জন্য মো. আরিফ বিল্লাহ ও অনুসন্ধানী প্রতিবেদনের জন্য মো. ফরিদুল ইসলাম। সবাইকে পুরস্কারস্বরূপ নগদ অর্থের প্রতিকী চেক, সংবর্ধনা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
প্রেসক্লাব কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, জামায়াতে ইসলামীর আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী। চাঁদপুর প্রেসক্লাবের ২০২৪ সালের সভাপতি শাহাদাত হোসেন শান্তর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমনের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি, সুধীজন ও প্রেসক্লাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১১ জানুয়ারি, ২০২৫।