চাঁদপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবাইকে কাজ করতে হবে
….জেলা প্রশাসক

সজীব খান
চাঁদপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
তিনি তার বক্তব্যে বলেন, চাঁদপুর জেলার শান্তি ও উন্নয়নের জন্য আইন-শৃঙ্খলা সঠিকভাবে পরিচালনা করতে হবে। কোনভাবে যাতে আইন-শৃঙ্খলার বেঘাত না ঘটে, সেদিকে খেয়াল রাখতে হবে। মাদক, সন্ত্রাসসহ সব প্রকার অনিয়মের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। জনসাধারণের কল্যাণে যাতে আইন প্রয়োগ হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। চাঁদপুরের প্রতিটি দপ্তরের সাথে সমন্বয় রেখেই কাজ করতে হবে। চাঁদপুরের উন্নয়ন ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে সবাইকে সহযোগিতা করতে হবে। সবার মনোভাব সুন্দর এবং স্পষ্ট থাকলে আমাদের কাজ করতে সুবিধা হবে। সভায় জেলার নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ আইন-শৃঙ্খলা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুপ্রভাত চাকমার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, চাঁদপুর নৌ-অঞ্চল পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. গোলাম জাকারিয়া, সিভিল সার্জন ডা. নূরে আলম দীন প্রমুখ।
সভায় বিআইডব্লিউটিএ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, মৎস্য বিভাগ, রোডস এন্ড হাইওয়ে, সমাজসেবা, পল্লীবিদ্যুৎ, পাসপোর্ট ও ফায়ার সার্ভিসসহ সব বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন।

১৩ জানুয়ারি, ২০২৫।