স্টাফ রিপোর্টার
চাঁদপুরে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা ও শহিদ পরিবার এবং আহতদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গত বুধবার চাঁদপুর আউটার স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা পরিষদের উদ্যোগে জেলায় গণঅভ্যুত্থানে আহত ৩৯ জনের প্রতিজনকে ৭ হাজার ও শহীদ পরিবারের ৩১ জনের প্রতিজনকে ২০ হাজার টাকা করে মোট ৭১ জনকে ৮ লাখ ৯৩ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, শহিদদের পরিবাররা প্রতিনিয়তই আমার কাছে আসেন। সত্যি বলতে আমি জানি, যারা এই বিপ্লবে যোদ্ধা হিসেবে জীবন দিয়েছেন এবং আহত হয়েছেন তাদের সকলের পরিবারই মর্মাহত। আমরা আপনাদের সন্তানকে ফিরিয়ে দিতে পারবো না। তবে, আপনাদের পাশে এসে দাঁড়াতে পারবো, তাই পাশে আছি এবং থাকবো। প্রত্যেকটি রাজনৈতিক দলগুলো ছাত্রদের এই আন্দোলনের ত্যাগের কথা স্বীকার করেন। আন্দোলনে যারা শহীদ হয়েছে, বা আহত হয়েছে। আপনাদের সেই ক্ষতিটা পুষিয়ে দেয়ার মতো কিছুই নেই। তবুও আমি চেষ্টা করি যে কোনো ইস্যুতে ছাত্রদের সহযোগিতা করতে।
তিনি আরো বলেন, শহীদদের তালিকাটা সহজে করা হলেও আহতদের তালিকা ২০০ মতো করতে পেরেছি। এ বিষয়ে আপনারা আমাদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন। শহীদ পরিবারের যারা এসেছেন। তারা আমার তালিকার বাইরে কোন কিছু করার সুযোগ নেই। শহীদ পরিবার ৩০ লাখ টাকা করে পাবেন। আপনাদের সে টাকাটা হয়তো আজীবন থাকবে না। তাই সরকার চিন্তা করেছেন আপনাদের নামে একটি সঞ্জয় করবেন। এতে আপনারা প্রতি মাসে ১০ হাজার টাকা করে লাভাংশ পাবেন। তাই সরকারের প্রয়োজনীয় সহযোগিতা পেতে হলে, আপনাদের সঠিক কাগজ-পত্র আমাদের দিতে হবে।
তিনি আরো বলেন, ছাত্ররা আন্দোলন করে বিজয় এনেছে দেশটাকে বদলানোর জন্য। তাই আমাদের সবাইকে বদলাতে হবে। মনের ফ্যাসিবাদকে দূর করতে হবে। ছাত্ররা এখনো সোচ্চার। কারণ, তারা যা চেয়েছে তা এখনো হচ্ছে না। একটা সময় তারা তাদের জায়গায় ফিরে যাবে। তারা চায় সুন্দর একটি বাংলাদেশ গড়ে উঠুক। তাই ছাত্রদের সাথে আমাদের সবার সহযোগিতায় সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলবো।
চাঁদপুর সদর উপজেলা ইউএনও শাখাওয়াত জামিল সৈকতের পরিচালনায় স্মরণসভা ও আর্থিক সহায়তা প্রদানকালে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া, চাঁদপুর জেলা গণফোরামের সভাপতি অ্যাড. সেলিম আকবর, শিক্ষার্থী ইশরাত জাহান বিন্দু ও শিক্ষার্থী রবিউল আলম।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. গোলাম জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক সুপ্রভাত চাকমা, এনডিসি আসাদুজ্জামান সরকার, চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি আল এমরান খানসহ অন্যরা।
আরো উপস্থিত ছিলেন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবার, অভিভাবক, সাধারণ শিক্ষার্থীরাসহ অন্যরা।
পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মো. ছোহাইল আহমেদ এবং গীতা পাঠ করেন দীপঙ্কর পারই। এসময় জুলাই আহতদের মধ্যে থেকে স্মৃতিচারণ করেন আব্দুর রহমান শেখ।
২১ ফেব্রুয়ারি, ২০২৫।