রয়মনেন নেছা মহিলা কলেজে পুরস্কার বিতরণ

মাহফুজ মল্লিক
মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ও রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজ গভর্নিং বডির এডহক কমিটির সভাপতি আমজাদ হোসেন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, পড়ালেখার পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতা, সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা করে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। বাবা- মা ও শিক্ষকদের কথা শুনতে হবে। আমাদের শিক্ষাক্ষেত্রে নারীরা সব চাইতে এগিয়ে চলেছে। আমি শুধু শিক্ষার্থীদের বলতে চাই আমাদের যে, কারিকুলাম এক্টিভিটিজ হিসেবে আজ এই ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের গুরুত্ব রয়েছে।
প্রত্যেক ক্ষেত্রে মানুষকে দরকার রয়েছে। একটি জিনিসকে অমান্য করি, তাহলে এ সমাজ ভারসাম্যহীন। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের প্রতিযোগিতার আয়োজনে ঐক্যবদ্ধ করবে এবং তাদের মধ্যে মূল্যবোধ, ভালোবাসা ও সম্মিলিত অগ্রগতির বোধ জাগ্রত করবে। তারুণ্যের এই চেতনা ভবিষ্যৎ প্রজন্মকে দেশ গঠনে অনুপ্রাণিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথাগুলো বলেন।
মঙ্গলবার (১৩ মে) রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজ অডিটোরিয়াম পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অরুন চন্দ্র সরকারের সভাপতিত্বে ও ইসলামী স্টাডিজের সহকারী অধ্যাপক মোহাম্মদ রফিক উল্লাহ হেলালী ও প্রভাষক জাহাঙ্গীর আলমের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজ এডহক কমিটির সদস্য ও মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন প্রধান (ভিপি জাকির), দাতা সদস্য মো. হেদায়েত উল্লাহ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজের ইসলামি স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. মশিউর রহমান, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মো. জহিরুল ইসলাম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক গাজী মো. মনির হোসেন , পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মো. হারুন অর রশীদ এবং একাদশ শ্রেণির শিক্ষার্থী মোহাইমিনুল ইসলাম দিবা প্রমুখ। পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
অপরদিকে বিকাল ৩ টায় রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজের ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহবুবুর রহমান, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক জয়ন্তী রানী সাহা এবং কৃষি শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক নূর আহমেদ তফাদারের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন। এতে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অরুন চন্দ্র সরকার।

১৪ মে, ২০২৫।