মতলব উত্তরে মোটরসাইকেল না পেয়ে কিশোরের আত্মহত্যা

মনিরুল ইসলাম মনির
মতলব উত্তর উপজেলায় মোটরসাইকেল না পেয়ে অভিমানে মো. ফাহিম হোসেন (১৮) নামে এক কিশোর আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২০ মে) সকালে নিজ ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ফাহিম মতলব উত্তর উপজেলার পূর্ব ফতেপুর ইউনিয়নের উত্তর ফতেপুর গ্রামের তিনঘরিয়া কান্দি এলাকার মোহাম্মদ জাহাঙ্গীর চৌধুরীর ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ফাহিম দীর্ঘদিন ধরে তার বাবার কাছে একটি মোটরসাইকেল চেয়ে আসছিল। গতকাল রাতে সে আবারো মোটরসাইকেল কেনার জন্য চাপ দিলে তার বাবা স্পষ্ট জানিয়ে দেন, তিনি এখন মোটরসাইকেল কিনে দিতে পারবেন না। এতে ক্ষুব্ধ ও হতাশ হয়ে পড়ে ফাহিম। রাতের কোনো এক সময়ে অভিমানে নিজের ঘরে গলায় গামছা পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে আত্মহত্যা করেন তিনি। পরদিন সকালে দীর্ঘ সময় দরজা না খোলায় মা ডাকাডাকি করলে সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হক বলেন, পারিবারিক অভিমানের জের ধরে আত্মহত্যার ঘটনাটি ঘটেছে। প্রাথমিকভাবে জানা গেছে, মোটরসাইকেল না পেয়ে ওই কিশোর আত্মহত্যা করেছে। আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

২১ মে, ২০২৫।