রোটার্যাক্ট সাউথ এশিয়ান এমডিআইও’র প্রেসিডেন্ট হিসেবে
স্টাফ রিপোর্টার
সাউথ এশিয়ার দেশসমূহ বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, মালদ্বীপ, ভুটান, নেপাল, পাকিস্তান, আফগানিস্তানের রোটার্যাক্ট জেলাসমূহকে নিয়েই রোটার্যাক্ট মাল্টি ডিস্ট্রিক্ট ইনফরমেশন অরগানাইজেশান। সাউথ এশিয়ার সব দেশ মিলে ৪৩টি রোটার্যাক্ট ডিস্ট্রিক্ট রয়েছে। মূলত রোটারী ইন্টারন্যাশনাল ও রোটার্যাক্টের বিভিন্ন তথ্য আদান-প্রদান, ডিস্ট্রিক্টের কার্যক্রমের বিবরণ, রোটার্যাক্টের মূল উদ্দেশ্য নিয়ে কাজ করে, সারা বিশ্বব্যাপী নেটওয়ার্ক তৈরি করে, সর্বোপরি বিশ্বব্যাপী নেতৃত্ব চর্চাই মূল উদ্দেশ্য রোটার্যাক্ট সাউথ এশিয়ান এমডিআইও।
প্রথম বাংলাদেশী হিসেবে সাউথ এশিয়ান প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে রোটার্যাক্ট সাউথ এশিয়ান এমডিআইও’র প্রেসিডেন্ট নির্বাচিত হন রোটার্যাক্ট জেলা ৩২৮২ এর পিডিআরআর রোটা. জিয়া উদ্দিন হায়দার।
ভারতের ব্যাঙ্গেলোর শহরে গত ২৫ জুন প্রথম বাংলাদেশী হিসেবে রোটার্যাক্ট সাউথ এশিয়ান এমডিআইও ২০২২-২৩ এর প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেন পিডিআরআর জিয়া উদ্দিন হায়দার। অনুষ্ঠানে রোটার্যাক্ট সাউথ এশিয়ান এমডিআইও’র ২০২২-২৩ রোটারি বর্ষের কার্যকরী পর্ষদ দায়িত্ব গ্রহণ করেন। অভিষেক অনুষ্ঠানে বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, মালদ্বীপ, ভুটান, নেপাল, পাকিস্তান, আফগানিস্তান থেকে প্রায় ২০০ এরও বেশি রোটারী ও রোটার্যাক্ট প্রতিনিধি অংশগ্রহণ করেন। অভিষেক অনুষ্ঠানে রোটার্যাক্ট সাউথ এশিয়ান এমডিআইও’র ২০২২-২৩ বর্ষের প্রেসিডেন্ট পিডিআরআর জিয়া উদ্দিন তার কর্মপরিকল্পনা উপস্থাপন করেন এবং সবার সহযোগিতা কামনা করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব রোটার্যাক্ট কমিটির চেয়ারম্যান রাবি বাদলামানি। আরো উপস্থিত ছিলেন রোটারী জোনাল এম্বাসেডর রোটারিয়ান ইয়াতিস, সাউথ এশিয়া এমডিয়াইও’র বিদায়ী প্রেসিডেন্ট আর্তি গোস্বামী, প্রোগ্রাম চেয়ারম্যান পিডিআরআর জ্যাকসন, প্রোগ্রাম সেক্রেটারী পিডিআরআর ঘনেশ, ইভেন্ট কনভেনর পিডিআরআর শাশী, এওয়ার্ড কমিটি চেয়ার পিডিআরআর শম্যদেব বার্মন, হোস্ট ডিআরআর ড্যারিয়েলসহ বিভিন্ন জেলা থেকে আমন্ত্রিত ডিআরআর ও পিডিআরআররা উপস্থিত ছিলেন।
এছাড়া বাংলাদেশ থেকে রোটার্যাক্ট জেলা ৩২৮২ এর পিডিআরআর ও আগামি বছরের রোটার্যাক্ট সাউথ এশিয়ান এমডিআইও’র ট্রেজারার মোহাম্মদ আব্দুল আহাদ এবং ডিআরআর নমিনি শরীফুল ইসলাম অপু উপস্থিত ছিলেন।
০৪ জুলাই, ২০২২।