বিএনপি-জামায়াত দেশে নৈরাজ্য করার চেষ্টা করছে
……মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম
মতলব উত্তর ব্যুরো
সাবেক ত্রাণমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত করায় আনন্দিত গোটা চাঁদপুরবাসী।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম তাঁর নিজ বাড়ি মতলব উত্তর উপজেলার মোহনপুরে আসছেন- তাই জনতার ঢল নামে শ্রীরায়েরচর-বাংলা বাজার ব্রিজের পূর্ব পাশে। মায়া চৌধুরীর দুপুর আড়াইটায় আসার কথা থাকলেও সকাল ১০টা থেকেই নেতাকর্মীরা আসতে শুরু করেন। বেলা ৩টায় মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম গালিমখা বাংলাবাজারে আসলে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন।
এসময় মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেন, আমি আপনাদের ভালোবাসায় ধন্য। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি, দেশরত্ন শেখ হাসিনা আমাকে যে সম্মান দিয়েছেন, আমি তাঁর কাছে কৃতজ্ঞ। শেখ হাসিনা আমার উপর যে দায়িত্ব অর্পণ করেছেন, তা পূরণ করতে চেষ্টা করবো। আপনাদের সাথে নিয়ে প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাবো।
তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত দেশে নৈরাজ্য করার চেষ্টা করছে। সবাই মিলে তা প্রতিহত করবো, ইনশাআল্লাহ। আপনারা দলের আদর্শ মেনে চলবেন। শেখ হাসিনাার হাত শক্তিশালী করবেন এবং চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন। আপনারা প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ তাকে নেকহায়াত দান করেন। তিনি দীর্ঘদিন বেঁচে থাকলে দেশে ব্যাপক উন্নয়ন হবে ও বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্নগুলো পূরণ হবে। পরে তিনি বিভিন্ন স্থানে পথসভা করে নিজ বাড়ি মোহনপুরে অবস্থান করেন।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নাঈম পাটোয়ারী দুলাল, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওসমান পাটোয়ারী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কামান্ডার এমএ ওয়াদুদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হাসান চৌধুরী দিপু, জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ মিজানুর রহমান কালু ভূঁইয়া, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রুহুল আমিন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ জাহাঙ্গীর, যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম হাওলাদার, সদস্য অ্যাড. সেলিম মিয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ, ছাত্রলীগের আহ্বায়ক মিনহাজ উদ্দিন খান, যুগ্ম আহ্বায়ক তামজিদ সরকার রিয়াদ প্রমুখ।
উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ২০১৯ সালের ২০ ও ২১ ডিসেম্বর অনুষ্ঠিত দলের ২১তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমকে দলের সভাপতিমণ্ডলীর সদস্য পদে মনোনয়ন দেন।
২০ ফেব্রুয়ারি, ২০২২।