আজ ফরিদগঞ্জ, কচুয়া ও হাইমচরের ২৯ ইউপি নির্বাচন

ইলশেপাড় রিপোর্ট
আজ বুধবার ফরিদগঞ্জ, কচুয়া ও হাইমচর উপজেলার ২৯টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ হবে। এর মধ্যে ফরিদগঞ্জ ১৩টি, কচুয়া ১২টি ও হাইমচর উপজেলা ৪টি ইউনিয়ন পরিষদের সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ফরিদগঞ্জ, কচুয়া ও হাইমচরে সকল প্রস্তুতি ইতি মধ্যে সম্পন্ন করেছে নির্বাচন অফিস। নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষা এবং সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার জন্য প্রতিটি ভোটকেন্দ্রে আনসার, অস্ত্রধারী পুলিশ নিয়োজিত থাকবে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকছে র‌্যাাব-১১ এর সদস্যরা। এছাড়া বিজিবি মোতায়েন থাকবে।
আমাদের ফরিদগঞ্জ ব্যুরো ইনচার্জ নবী নোমানের পাঠানো তথ্যে, ফরিদগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নে আজ ভোট উৎসব। আজ ১৩টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলার ১৩টি ইউনিয়নে ৭৩ চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৩টি ইউনিয়নে নারী-পুরুষ মিলে এইদিন মোট ২ লাখ ৭১ হাজার ৪শ’ ১৪ জন ভোটার তাদের ভোট প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪০ হাজার ৯শ’ ৭৩ জন ও নারী ভোটার ১ লাখ ৭০ হাজার ৪শ’ ৪১ জন।
ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা (পশ্চিম), বালিথুবা (পূর্ব), সুবিদপুর (পূর্ব), সুবিদপুর (পশ্চিম), গুপ্টি (পূর্ব), গুপ্টি (পশ্চিম), পাইকপাড়া (উত্তর), গোবিন্দপুর (উত্তর), গোবিন্দপুর (দক্ষিণ), রূপসা (উত্তর), রূপসা (দক্ষিণ), চরদুঃখিয়া (পূর্ব), চরদুঃখিয়া (পশ্চিম)। এ ১৩টি ইউনিয়নের মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা হচ্ছে ৬শ’ ৯৩ জন। এরমধ্যে রয়েছেন চেয়ারম্যান পদে ৭৩ জন, সংরক্ষিত আসনে (মহিলা) সদস্য পদে ১শ’ ২৪ জন ও সাধারণ সদস্য পদে রয়েছেন ৪শ’ ৯৬ জন।
হাইমচর প্রতিনিধি সাহেদ হোসেন দিপু জানান, হাইমচর উপজেলার আলগী উত্তর, আলগী দক্ষিণ, নীলকমল ও আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২৩ জন, সংরক্ষিত আসনের ৩৪ জন এবং সাধারণ আসনে ১১৯ জন প্রার্থীসহ মোট ১৭২ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এরমধ্যে আলগী উত্তর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৬,৯৬৪ জন। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন। তারা হলেন- আতিকুর রহমান পাটোয়ারী (নৌকা), মাকসুদ আলম খাঁন (ঘোড়া), হাবিবুর রহমান বেগ (হোন্ডা), কুদ্দুছ ঢালী (আনারস) ও মো. রুহুল আমিন (হাতপাখা)।
আলগী দক্ষিণ ইউনিয়নে ২৭,৩৯১ জন ভোটার। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন। তারা হলেন- শাহাউদ্দিন টিটু হাওলাদার (নৌকা), সরদার আব্দুল জলিল মাষ্টার (আনারস), সরদার নুরে আলম জিকু (চসমা) ও হাফেজ মো. বেলাল হোসেন সবুজ (হাতপাখা)।
নীলকমল ইউনিয়নে ১৩,১৪৪ জন ভোটার। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন। তারা হলেন- সালাউদ্দিন সরদার (নৌকা), সাউদ আল নাসের (আনারস), হাজী ইয়াছিন রতন (ঘোড়া), মো. রায়হান উদ্দিন (হাতপাখা) ও সুফিয়ান মাঝি (লাঙ্গল)।
আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নে ৫,৬৩৭ জন ভোটার। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন। তারা হলেন- জুলফিকার আলী সরকার (নৌকা), নাঈম সরকার (ঘোড়া), আব্দুল হক মোল্লা (আনারস), শাহিনুল ইসলাম শাহিন (চসমা), রাজা মিয়া সরদার (হাতপাখা) ও খোরশেদ আলম (লাঙ্গল)।
কচুয়া উপজেলা প্রতিনিধি জানান, কচুয়া উপজেলার সাচার, পাথৈর, বিতারা, পালাখাল মডেল, সহদেবপুর পশ্চিম, কচুয়া উত্তর, কচুয়া দক্ষিণ, কাদলা, কড়ইয়া, গোহট উত্তর, গোহট দক্ষিণ ও আশ্রাফপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬৬ জন, সংরক্ষিত আসনের ১২০ জন এবং সাধারণ আসনে ৫১৯ জন প্রার্থীসহ মোট ৭০৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সাচার ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মিন্নত আলী তালুকদার (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী মনির হোসেন (ঘোড়া)।
পাথৈর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কামাল হোসেন মিয়াজী (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজুর রহমান জুয়েল ( ঘোড়া) ও বিএনপি স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেন মিয়াজী (চশমা)।
বিতারা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল্লা আল মামুন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী ইসহাক শিকদার (ঘোড়া) ও স্বতন্ত্র প্রার্থী ইসমাইল হোসেন (আনারস)।
পালাখাল মডেল ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল আহাদ (নৌকা), স্বতন্ত্র প্রার্থী ইমাম হোসেন (মোটরসাইকেল) ও হাবিবুর রহমান (ঘোড়া)।
পশ্চিম সহদেবপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলমগীর হোসেন (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী আব্দুস সামাদ আজাদ (আনারস)।
কচুয়া উত্তর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এম আখতার হোসেন (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী কাজী জহিরুল ইসলাম জাহাঙ্গীর (আনারস)।
কচুয়া সদর দক্ষিণ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলী আজগর প্রধান (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী সৈয়দ রবিউল ইসলাম রাসেল (ঘোড়া)।
কাদলা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম লালু (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ নূরে-ই আলম রিহাত (আনারস)।
গোহট উত্তর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কবির হোসেন (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী আমিন উদ্দীন (আনারস)।
গোহট দক্ষিণ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমির হোসেন (নৌকা) ও স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী মো. আলাউদ্দীন (মোটর সাইকেল)।
আশ্রাফপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী ওমর ফারুক শামীম (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মো. রফিকুল ইসলাম (আনারস) ও রেজাউল মাওলা হেলাল (ঘোড়া)।
অপরদিকে কড়ইয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবদুস ছালাম সওদাগর ছাড়া অন্য ৮ প্রার্থীর সকলেই মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে কোন নির্বাচন হচ্ছে না।

০৫ জানুয়ারি, ২০২২।