আসহায় সেন্টু গাজীর প্রতি প্রশাসনের সুদৃষ্টি কামনা

 

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে প্রশাসের সু-দৃষ্টি কামনা করেছেন আসহায় চাঁদপুর পৌর ৮নং ওয়ার্ড জেডিসি কুলি বাগানের বাসিন্দা সেন্টু গাজী।
তিনি এক লিখিত পত্রে জানান, তিনি একজন রিক্সাচালক বা ওয়েটার-বয়ের কাজ করেন। তার ছেলে গুয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩য় শ্রেণিতে পড়ালেখা করে। সে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার আয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয়। তার বসবাস করার ঘরটি দীর্ঘদিন যাবৎ সংস্কার না করায় যে কোন সময় ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। এমতাবস্থায় তার ঘরটি মেরামত করা খুবই জরুরি।
সেন্টু গাজী তার ঘরটি মেরামতের জন্য চাঁদপুর শহরের বিত্তবান, জেলা প্রশাসক, উপজেলা পরিষদ, চাঁদপুর পৌরসভার মেয়রের সু-দৃষ্টি কামনা করেছেন।
১৩ জানুয়ারি, ২০২১।