ইউনাইটেড হাসপাতালের পরিত্যক্ত শিশুটি পালিত মায়ের কাছে হস্তান্তর


স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের আব্দুল করিম পাটোয়ারী সড়কে দি ইউনাইটেড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে পরিত্যক্ত একটি শিশু তার পালিত মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।
গত ২ জানুয়ারি চাঁদপুর সমাজসেবা অধিদপ্তরের প্রভেশনাল অফিসার মনিরুল ইসলামের নির্দেশে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এসএম শাহ্ আলম রবিন পরিত্যক্ত শিশুটি শিউলি বেগমের কাছে স্থায়ীভাবে হস্তান্তর করেন। শিউলি বেগম নারায়ণগঞ্জ জেলার সিদ্দিরগঞ্জ থানার ঝালকুড়ির মাবদর বাজার এলাকার নূরে আলমের স্ত্রী।
এ ব্যাপারে হাসপাতালের পরিচালক সুলতানা আক্তার সেতু জানান, দীর্ঘ ২২ দিন যাবত হাসপাতালে শিশু বিশেষজ্ঞ ডা. আজিজ মিয়ার তত্ত্বাবধানে রেখে চিকিৎসা প্রধান করা হয়। শিশুটির রক্ষণাবেক্ষণের সর্বাধিক খোঁজ খবর নেন সমাজসেবার প্রভেশন অফিসার মনিরুল ইসলাম। এদিকে শিশুটিকে নিয়ে একটি চক্র বিভ্রান্তমূলক তথ্য সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে। মূলত সম্পূর্ণ খবরটি মিথ্যা ছিল। শিশুটির বিষয়ে চাঁদপুর মডেল থানায় একটি জিডি করা হয়েছিলো। তারই প্রেক্ষিতে আমরা গত ২ জানুয়ারি সমাজসেবা অধিদপ্তরের নির্দেশে পালিত মায়ের কাছে শিশুটিকে হস্তান্তর করি। এ বিষয়টি প্রশাসন অবগত রয়েছে।