স্টাফ রিপোর্টার
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় কলিকাতা রোটারী ক্লাবের ভ্যেনু ‘রোটারী সদনে’ রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৯১ এর গভর্নর রোটারিয়ান প্রবীর চ্যাটার্জী, ফার্স্ট লেডী রুবিনা চ্যাটার্জীসহ রোটারিয়ানদের সাথে চাঁদপুর রোটারী ক্লাবের জয়েন্ট সেক্রেটারী ও দৈনিক ইলশেপাড়ের প্রধান সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন শুভেচ্ছা বিনিময় করেন। গভর্নর রোটারিয়ান প্রবীর চ্যাটার্জীর হাতে রোটারিয়ান সুমন চাঁদপুর রোটারী ক্লাবের সুবর্ণজয়ন্তীর সুভ্যেনির ও ইলশেপাড়ের কয়েকটি কপি তুলে দেন।
এর আগে রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৯১ এর রোটার্যাক্টর, ইন্টার্যাক্টর ও আরসিসি মেম্বারদের কলিকাতার অন্যতম সেরা হাসপাতাল মেডিকা’র হেলথ কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৯১ এর গভর্নর রোটারিয়ান প্রবীর চ্যাটার্জী। অনুষ্ঠানে ডিআরআর, ডিআইআর ও আরসিসি চেয়ারম্যানের কাছে হেলথ কার্ড তুলে দেন তিনি। অনুষ্ঠানে কলিকাতার বিশেষজ্ঞ চিকিৎসকরা ক্যান্সারসহ নানা রোগের কারণ তুলে ধরেন এবং মেডিকা’র সাথে রোটারীর হেলথ চুক্তির বিষয় জানান।
এসময় কলিকাতা রোটারী ক্লাবের সভাপতি রোটারিয়ান সুজাতা পাইনসহ রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৯১ এর রোটারিয়ানবৃন্দ উপস্থিত ছিলেন। রোটারিয়ান সুমন কলিকাতা রোটারী ক্লাবের সভাপতি রোটারিয়ান সুজাতা পাইনের হাতেও চাঁদপুর রোটারী ক্লাবের সুবর্ণজয়ন্তীর সুভ্যেনির ও ইলশেপাড়ের কয়েকটি কপি তুলে দেন।
উল্লেখ্য, ১৯১৯ সালে প্রতিষ্ঠিত কলিকাতা রোটারী ক্লাব এশিয়া মহাদেশের অন্যতম প্রাচীন রোটারী ক্লাব। এই ক্লাবের বেশ ক’জন রোটারিয়ান রোটারী ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমান ২০২১-২২ রোটারী বর্ষের রোটারী ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট রোটারিয়ান শেখর মেহতাও এই ক্লাবের সদস্য।
২৯ ডিসেম্বর, ২০২১।