চাঁদপুর প্রেসক্লাবের ২০২৫ সালের কার্যনির্বাহী পরিষদের অভিষেক

স্টাফ রিপোর্টার
শীতের সন্ধ্যায় খুবই আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেসক্লাবের ২০২৫ সালের কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় প্রেসক্লাব ভবনের তৃতীয় তলায় আয়োজিত অনুষ্ঠানে প্রেসক্লাবের সবধরনের সদস্য, সদস্যদের পরিবারবর্গ ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, প্রেসক্লাবের বন্ধন দেখে আমাদের ভালো লাগে। সাংবাদিক এবং লেখকদের মধ্যে অনেকটা ঐক্যমত থাকে না। আপনারা এক বছরের জন্য যে দায়িত্ব নিয়েছেন এটিকে গুরুত্ব দিয়ে পালন করবেন। যেন পরবর্তীতে আপনাদের কথা স্মরণ রাখেন।
তিনি আরো বলেন, আমাদের কাছ থেকে সুযোগ-সুবিধা আদায় করবেন প্রেসক্লাব এবং সদস্যদের জন্য। নিজেদের জন্য না। আমাদের কাজের ভুল-ত্রুটি ধরিয়া দিবেন, কিন্তু বিব্রত করবেন না এবং আমাদের ছোট করবেন না। আপনাদের আগামি ১ বছর সুন্দর কাটুক- এই প্রত্যাশা করি।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, অনেক কঠিন কাজকে খুব সহজভাবে সাংবাদিকরা গণমাধ্যমে উপস্থাপন করেন। রাত জেগে থাকতে হয়। পরিবারকে সঠিকভাবে সময় দিতে পারেন না। কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ইতোমধ্যে আমরা ব্যবস্থা নিয়েছি। ইতোমধ্যে অস্ত্রসহ আমরা বেশ কিছু সদস্য আটক করেছি। চাঁদপুরে কিশোর গ্যাং এবং মাদকসহ আটকদের জন্য কেউ এখন পর্যন্ত তদ্বির করেনি। ওই দুটি বিষয় এখন আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।
তিনি আরো বলেন, আমাদের কাজের মধ্যে কোন কথা ভুলত্রুটি হলে তুলে ধরবেন এবং শেয়ার করবেন। আমি চাঁদপুরে এসে সাংবাদিকদের কাছ থেকে প্রতিটি কাজে সহযোগিতা পেয়েছি। নতুন এই কমিটি থেকেও সহযোগিতা পাবো বলে আশা করছি।
বিশেষ অতিথির মধ্যে আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর মোহাম্মদ আশিকুর রহমান আশিক, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহবুবুর রহমান, নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন ও চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল সৈকত।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শিক্ষা মাধ্যমিক কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লা।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাদের পলাশের পরিচালনায় প্রধান অতিথি ও বিশেষ অতিথির হাত থেকে অভিষিক্ত হন কার্যনির্বাহী কমিটির সদস্যরা। অভিষিক্তদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন আলম পলাশ, আবদুল আউয়াল ও গিয়াস উদ্দিন মিলন।
অনুষ্ঠানের সংবর্ধনা প্রদান করা হয় জাতীয় সমবায় ইউনিয়নের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন শেখ। একই সময় তিনি অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে সংবর্ধনা প্রদান করা হয় ইয়ুথ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেলিম খান। তিনিও সংবর্ধিত অতিথি হিসেবে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাড. ইকবাল বিন বাশার, ইকবাল হোসেন পাটওয়ারী, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, মির্জা জাকির, জিএম শাহীন, রিয়াদ ফেরদৌস, আল ইমরান শোভন, রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন, মুনীর চৌধুরী, সদস্য আব্দুর শুক্কুর মোস্তান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শওকত আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক অ্যাড. চৌধুরী ইয়াসিন, কোষাধ্যক্ষ কেএম সালাহউদ্দিন, কার্যনির্বাহী কমিটির সদস্য ফারুক আহমদ, সিনিয়র সদস্য দেলোয়ার আহমেদ, নিলুফা আক্তার, ইউনুস উল্লাহ প্রমুখ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাও. আহমদ উল্লাহ এবং গীতা পাঠ করেন লক্ষ্মণ চন্দ্র সূত্রধর।

১৯ জানুয়ারি, ২০২৫।