চাঁদপুর বড়স্টেশন এলাকায় মাদক বিক্রি করছে আ. রহিম

স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের বড় স্টেশনসহ আশপাশের বিভিন্ন স্থানে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করছে চিহ্নিত মাদক ব্যবসায়ী আ. রহিম। তার রয়েছে বিশাল সিন্ডিকেট ও অস্রধারী সন্ত্রাসী। তার ভয়ে কেউ মুখ খুলতে চায় না। কেউ তার বিরুদ্ধে কিছু বললেই সন্ত্রাসীবাহিনী দিয়ে তাদের উপর হামলা করা হয়। তার কারণে ধ্বংস হচ্ছে যুব সমাজ। চাঁদপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সবার হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
জানা যায়, মাদক ব্যবসায়ী আ. রহিম শাহরাস্তি উপজেলার বাসিন্দা। বড় স্টেশন মাছ ঘাটে কাজ করার সুবাদে সে পৌর ৭নং ওয়ার্ডে ভাড়া থাকতো। বর্তমানে রেলওয়ের জায়গায় অবৈধভাবে দখল করে বসবাস করে মাদক ব্যবসা পরিচালনা করছে। কয়েক বছর আগের মাছঘাটের কর্মচারী আ. রহিম বর্তমানে কয়েক কোটি টাকার মালিক।
ডকইয়ার্ড, সাবেক লঞ্চঘাট ও স্টিমারঘাট এলাকায় ছোট ছোট কোমলমতি শিশুদের দিয়ে কৌশলে সে মাদক বিক্রি করাচ্ছে। কিন্তু সে থাকে ধরাছোঁয়ার বাইরে। তার সহযোগী মিলন ও রানা। বর্তমানে রানা জেলহাজতে রয়েছে। মাদক বেঁচা-কেনা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৭নং ওয়ার্ডে রহিম, মিলন, রানা ও ইমানের সাথে একধিকবার রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এর আগে কয়েকবার রহিমের বাড়িতে পুলিশ অভিযান পরিচালনা করেও তাকে ধরতে পারেনি। যুব সমাজকে তার করাল গ্রাস থেকে রক্ষা করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

১৯ মে, ২০২৫।