

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির পক্ষ থেকে চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় প্রেসক্লাব মিলনায়তনে এ ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির সভাপতি মো. আবু হানিফ, সহ-সভাপতি মো. কবির হোসেন গাজী, সাধারণ সম্পাদক মো. জসিম মুন্সি, যুগ্ম সম্পাদক মাসুদ বেপারী, অর্থ সম্পাদক রণজিৎ সাহা, সাংগঠনিক সম্পাদক নকিব হাসান রনি, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল বাসার, সহ-অর্থ সম্পাদক জামাল পাটওয়ারী, প্রচার সম্পাদক নিতাই চন্দ্র সাহা, সদস্য আব্দুল বারেক, মামুন, সঞ্জিব সাহা, নিতাই সাহা প্রমুখ।
এ সময় প্রেসক্লাব সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, চাঁদপুর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির সদস্যদের সাথে পত্রিকার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।