চাঁদপুর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির প্রেসক্লাব সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা


স্টাফ রিপোর্টার
চাঁদপুর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির পক্ষ থেকে চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় প্রেসক্লাব মিলনায়তনে এ ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির সভাপতি মো. আবু হানিফ, সহ-সভাপতি মো. কবির হোসেন গাজী, সাধারণ সম্পাদক মো. জসিম মুন্সি, যুগ্ম সম্পাদক মাসুদ বেপারী, অর্থ সম্পাদক রণজিৎ সাহা, সাংগঠনিক সম্পাদক নকিব হাসান রনি, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল বাসার, সহ-অর্থ সম্পাদক জামাল পাটওয়ারী, প্রচার সম্পাদক নিতাই চন্দ্র সাহা, সদস্য আব্দুল বারেক, মামুন, সঞ্জিব সাহা, নিতাই সাহা প্রমুখ।
এ সময় প্রেসক্লাব সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, চাঁদপুর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির সদস্যদের সাথে পত্রিকার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।