চাঁদপুর সাহিত্য মঞ্চের শোক

বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরে মৃত্যু



প্রেস বিজ্ঞপ্তি
একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য লেখক ও শিক্ষাবিদ বোরহান উদ্দিন খান জাহাঙ্গীরের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে চাঁদপুর সাহিত্য মঞ্চ পরিবার।
সাহিত্য মঞ্চের সভাপতি কবি ও অনুবাদক মাইনুল ইসলাম মানিক এবং সাধারণ সম্পাদক আশিক বিন রহিম স্বাক্ষরিত এক শোক বার্তায় উল্লেখ করা হয়, চাঁদপুরের কৃতী সন্তান বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর বর্তমান সময়ে দেশের একজন বরেণ্য শিক্ষাবিদ, চিন্তক, কবি, গল্পকার, চিত্রসমালোচক ও গবেষক ছিলেন। বাংলা সাহিত্যের প্রায় সবগুলো শাখায় কৃতিত্বপূর্ণ অবদান রেখে গেছেন তিনি। কবিতা, গল্প, প্রবন্ধ এবং গবেষণাসহ অসংখ্য পাঠকপ্রিয় গ্রন্থের স্রষ্টা তিনি। সাহিত্যকর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তিনি তিনি ১৯৬৯ সালে বাংলা একাডেমী পুরস্কার, ১৯৮৬ সালে ইউনেস্কো ও ফ্রান্স কর্তৃক ফল অব অনার, ২০০৫ সালে কলকাতার মুজাফফর আহমেদ স্মৃতি পুরস্কার ও ২০০৯ সালে শিক্ষা ও গবেষনায় বিশেষ অবদান রাখায় একুশে পদক পুরস্কার অর্জন করেন। তাঁর মৃত্যুতে সাহিত্য মঞ্চ পরিবার গভীর শোক প্রকাশ করছে। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।
উল্লেখ্য, গতকাল সোমবার পৌনে ১২টায় ঢাকার গুলশানে নিজ বাসভবনে বার্ধ্যক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তিনি ১ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য। তিনি চাঁদপুরের আরেক কৃতী সন্তান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির বড় ভাই।