চাঁদপুরজমিন হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদানের উদ্বোধন

অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা সৃষ্টি করতে হবে ......................ডা. জে আর ওয়াদুদ টিপু

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার বাগাদী-নানুপুর চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে গরিব রোগীদের জন্য দিনব্যাপী চিকিৎসা ও ঔষধ বিনামূল্যে প্রদান করা হয়েছে। গতকাল শনিবার সকালে চিকিৎসা সেবা ও ঔষধ বিনামূল্যে প্রদানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু।
তিনি তার বক্তব্যে বলেন, চিকিৎসা সেবা একটি মহান কাজ, এই কাজের মাধ্যমে মানুষের কাছাকাছি পৌঁছানো যায়। কিছু অসাধু চিকিৎসকদের কারনে পুরো চিকিৎসকদের বদনাম হচ্ছে। বাণিজ্যিকভাবে চিকিৎসার কথা না চিন্তা করে অসহায় মানুষের কথাও মাঝে মাঝে চিন্তা করতে হবে। তিনি বলেন, রোকনুজ্জামান রোকনকে আমি এই মহান উদ্যোগের জন্য ধন্যবাদ জানাই, সে এ ধারা অব্যাহত রেখে এই এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়াবে বলে আমি মনে করি।
তিনি আরো বলেন, গ্রামাঞ্চলের অসহায় মানুষের পাশে দাঁড়ানো তার একার পক্ষে সম্ভব নয়, এ এলাকার যারা বিত্তবান আছেন তারা যেন সবসময় রোকনের মত সবার পাশে দাঁড়ায়- এ আহ্বান জানাচ্ছি। আমি অনেক হাসপাতালে গিয়ে দেখেছি, এ হাসপাতালের মত পরিস্কার পরিচ্ছন্নতা ও অসহায়দের পাশে দাঁড়ানো আর কোথায়ও চোখে পড়ে না। আমি এ হাসপাতালের সবাইকে ধন্যবাদ জানাই অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য। এ হাসপাতালের যে কোন প্রয়োজনে আমাকে ডাকলে আমি সার্বিক সহযোগিতা করব।
চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান, জাতীয় দৈনিক অনুপমা পত্রিকা এর সম্পাদক, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকা এর প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, চাঁদপুর জেলা সংবাদপত্র সম্পাদক পরিষদ ও ঢাকাস্থ চাঁদপুর সদর উপজেলা সমিতির সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা দোকান মালিক সমিতির সভাপতি মোস্তাক হায়দার চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন ডা. ফয়সাল মাহমুদ পিয়াস, মোহাম্মদিয়া মাদানীয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতি ক্বারী হাজি মো. শাহজাহান, পৌর আওয়ামী লীগের সদস্য আলমগীর হোসেন, জেলা ছাত্রলীগ সাবেক সভাপতি শাখাওয়াত হোসেন, বাগাদী নানুপুর জামে মসজিদের খতিব মাও. রাকিব উদ্দিন ভূঁইয়া, চরমথুরা জিলানিয়া নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাও. মারুফ হোসেন, দৈনিক চাঁদপুরজমিনের বার্তা সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, স্টাফ রিপোর্টার গাজী মো. ইমাম হাসানসহ অন্যান্যরা। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মোহাম্মদিয়া মাদানীয়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রিন্সিপাল মাও. মো. ইমাম হোসাইন।
উল্লেখ্য, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডা. ফয়সাল মাহমুদ পিয়াস প্রায় ১শ’ ৫০ জন অসহায় গরিব রোগীদের মাঝে চিকিৎসা ও ঔষধ বিনামূল্যে বিতরণ করেন। ডা. ফয়সাল মাহমুদ পিয়াস মেডিসিন, স্ত্রীরোগ, শিশু, ডায়াবেটিস ও হরমোন রোগে অভিজ্ঞ।
এই হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন রোগে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক কর্তৃক হাজার হাজার অসহায় মানুষ চিকিৎসা সেবা নিয়েছেন। এই ধরনের চিকিৎসা সেবা এই হাসপাতালের পক্ষ থেকে চলমান রয়েছে এবং আগামিতেও থাকবে।