স্টাফ রিপোর্টার
চাঁদপুরে মোট ১০ জনের করোনায় আক্রান্ত হয়েছে। গতকাল পর্যন্ত জেলা স্বাস্থ্য বিভাগ থেকে করোনা ভাইরাসের সংগ্রহ করা নমুনার ৩৩ জনের রিপোর্ট এসেছে। এর মধ্যে একজনের রিপোর্ট পজেটিভ। বাকি ৩২ জনের নেগেটিভ। আক্রান্ত ব্যক্তি ফরিদগঞ্জ উপজেলার। নতুন করে নমুনা সংগ্রহ করা ৬০ জনের রিপোর্ট ঢাকায় প্রেরণ করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। সিভিল সার্জনের তথ্য অনুযায়ী এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১০জন। এর মধ্যে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। তার মৃত্যুর পরে রিপোর্ট পজেটিভ বলে জানা গেছে।
গতকাল আক্রান্ত ব্যক্তি হচ্ছেন ফরিদগঞ্জ উপজেলার গল্লাক বাজার এলাকার বৈচাতলি গ্রামের। সে করোনার উপসর্গ নিয়ে নারায়নগঞ্জ থেকে বাড়িতে আসে। তার নমুনা সংগ্রহ করেন ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব টেকনোলজিস্ট। তিনিও করোনায় আক্রান্ত। আক্রান্ত যুবক চাঁদপুর জেলা সদর হসপিটালের আইসোলেশন ইউনিটে রয়েছে বলে জানা গেছে।
এছাড়া চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে শেষ খবর পাওয়া পর্যন্ত ৪ জন ভর্তি রয়েছেন। জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঢাকা, নারায়গঞ্জ থেকে আগত ও আক্রান্তদের সংস্পর্শে যাওয়াসহ ১ হাজার ২শ’ ৬৩জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন।
ফরিদগঞ্জে নতুন আক্রান্ত শরীফ এর বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি হরি বলেন, আমাদের কাছে তার বিষয়ে পূর্ব থেকেই খোঁজ খবর ছিলো। আজকে রিপোর্ট আসার পরে শতভাগ নিশ্চিত হয়েছি। আক্রান্ত ব্যাক্তির বাড়িটি লকডাউন করা হবে। দুপুরের পরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
১৭ এপ্রিল, ২০২০।