স্টাফ রিপোর্টার
স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর আয়োজনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া, মিলাদ ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করার মধ্যদিয়ে এ দিবস পালিত হয়েছে।
গত রোববার সকালে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস- ২০২১ উপলক্ষে চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন চাঁদপুর জেলার পুনাক সভানেত্রী ডা. আফসানা শর্মীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীর দিনে পরবর্তীতে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) চাঁদপুর জেলা কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া, মিলাদ ও শতাধিক এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করেন পুনাক সভানেত্রী ডা. আফসানা শর্মী।
এসময় পুনাক সহ-সভানেত্রী পূজা দাস, অর্থ ও দপ্তর সম্পাদক ঈশানা ইভা, যোগাযোগ বিষয়ক সম্পাদক আফরুজা নাহার, সদস্য পিউকা বড়ুয়াসহ পুনাক চাঁদপুরের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
১৮ আগস্ট, ২০২১।
- Home
- Uncategorized
- চাঁদপুরে জাতীয় শোক দিবসে পুনাকের পুষ্পস্তবক অর্পণ
Post navigation
