চাঁদপুরে পথ-শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

মানুষের মত মানুষ হতে হলে লেখাপড়া করতে হবে
……আবদুল্লাহ আল মাহমুদ জামান

স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে পথশিশুদের নিয়ে গঠিত সংগঠন আলোর দিশারীর শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় চাঁদপুর বড় স্টেশনের মোলহেডে এ বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়।
বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
এসময় তিনি পথশিশু শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা বাসার বাইরে অযথা ঘুরাঘুরি করবে না। মা-বাবার কথা সবসময় শুনবে। সাথে সাথে তোমাদের যারা এখানে শিক্ষা দিচ্ছে মানে তোমাদের স্যারদের কথা শুনবে। ঠিকমত লেখাপড়া করবে। মনে রাখবে মানুষের মত মানুষ হতে হলে ভালোভাবে লেখাপড়া করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মেহেদী হাসান মানিক, সাংবাদিক শাহআলম মল্লিক, সেলিম রেজা, জেলা প্রশাসন কর্তৃক গঠিত স্বেচ্ছাসেবক টিমের সদস্য সাংবাদিক শাহ আলম খান, এম কে ওয়াসিম, বাবু পাঠান, আলোর দিশারী সংগঠনের শিক্ষক ফারিয়া, পূজা প্রমুখ।
২৬ আগস্ট, ২০২০।