রোটারী জেলা পিকনিক-মেঘনা বিলাস’১৯
স্টাফ রিপোর্টার
রোটারী জেলা পিকনিক মেঘনা বিলাস-২০১৯ এর ফিন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টায় চাঁদপুর রোটারী ক্লাব ভবনে ঐ সভা অনুষ্ঠিত হয়।
রোটারী জেলা পিকনিকের ফিন্যান্স কমিটির আহ্বায়ক পিপি রোটারিয়ান ডা. এস এম সহিদ উল্লাহ’র সভাপতিত্বে ও সদস্য সচিব পিপি রোটারিয়ান ইঞ্জি. আলমগীর হোসেন পাটওয়ারীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন রোটারী জেলা পিকনিক মেঘনা বিলাস-২০১৯ এর চীফ কো-অর্ডিনেটর পিপি রোটারিয়ান কাজী শাহাদাত, রোটারী জেলা-৩২৮২ (বাংলাদেশ) এর পিকনিক কমিটির চেয়ারম্যান পিপি রোটারিয়ান শেখ মনির হোসেন বাবুল, রেজিস্ট্রেশন কমিটির চেয়ারম্যান পিপি রোটারিয়ান জামাল হোসেন, ফুড কমিটির চেয়ারম্যান পিপি রোটারিয়ান হাজি আবুল কাশেম গাজী, চাঁদপুর রোটারী ক্লাবের সভাপতি রোটারিয়ান অ্যাড. সাইয়েদুল ইসলাম বাবু, সেক্রেটারী রোটারিয়ান খোরশেদ আলম পাটওয়ারী কাঞ্চন, চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের সেক্রেটারী রোটারিয়ান আব্দুল্লাহ আল মামুন, চাঁদপুর রোটারী ক্লাবের ডিরেক্টর (ক্লাব সার্ভিস) রোটারিয়ান উজ্জল হোসেন, সার্জেন্ট-এট-আর্মস রোটারিয়ান শাহানা ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা রোটারী জেলা পিকনিক মেঘনা বিলাস আয়োজনের বাজেট এবং অর্থায়নের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেন। তারা বলেন, পিকনিক আয়োজনে সারা দেশে চাঁদপুরের সুনাম অক্ষুণœ রাখতে হবে।
উল্লেখ্য, আগামি ২২ ফেব্রুয়ারি চাঁদপুরে রোটারী জেলা-৩২৮২ (বাংলাদেশ) এর পিকনিক ও নদী ভ্রমণ ‘মেঘনা বিলাস-২০১৯’ অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন জেলার রোটারিয়ান ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেবেন। পিকনিক ও নদী ভ্রমণ ‘মেঘনা বিলাস-২০১৯’ আয়োজন করছে চাঁদপুর ও চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাব।