চাঁদপুরে রেস্টুরেন্টের উদ্বোধন করলেন মেয়র

 

স্টাফ রিপোর্টার

dav

চাঁদপুর শহরের প্রেসক্লাব রোডস্থ সরকারি জেনারেল হাসপাতালের সামনে ক্যাফে আল বাইক হোটেল এন্ড রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়েছে। রোববার (১০ জানুয়ারি) বাদ আছর চাঁদপুর পৌরসভার পৌর কর্মচারী সংসদ ভবনের নিচতলায় রেস্টুরেন্টের উদ্বোধন করেন পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।
চাঁদপুর পৌরসভার পৌর কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন হাওলাদারের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী এএইচএম সামছুদ্দোহা, পৌর কর্মচারী সংসদের সভাপতি আব্দুর রশিদ সরদার, সহ-সভাপতি মনিরুজ্জামান, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর সোহেল রানা প্রমুখ।
আলোচনা শেষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঐতিহাসিক বেগম জামে মসজিদের খতিব মুফতি মাহবুবুর রহমান।
ক্যাফে আল বাইক হোটেল এন্ড রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মাসুম বিল্লাহ জানান, চাঁদপুর সদর হাসপাতাল এলাকায় ভালো কোন খাবারের দোকান নেই। তাই ভালো ও রুচিশীল খাবারকে প্রাধান্য দিয়ে মানুষের সেবা প্রদানের জন্য প্রতিষ্ঠানটি এগিয়ে যাবে। এখানে বিরিয়ানী, গ্রিল, পুরি, সিঙ্গারা, দেশীয় খাবারসহ যুগপোযোগী খাবার রাখা হবে।
১১ জানুয়ারি, ২০২১।