ছেঙ্গারচর পৌর আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা

মতলব উত্তর ব্যুরো
আগামি ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার (২০ জুন) বিকেলে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
পৌর আওয়ামী লীগ কার্যালয়ে সহ-সভাপতি নজরুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. রতন ফরাজীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক, পৌর নির্বাচনে সম্ভাব্য আওয়ামী লীগের মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী অ্যাড. মহসিন মিয়া মানিক, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন ফরাজী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একে আজাদ, আওয়ামী লীগ নেতা আবদুল মালেক খান, পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মোল্লা, ছাত্রলীগ নেতা মো. হারুনসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

২১ জুন, ২০২১।