শাহ্ আলম খান
চাঁদপুর জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আয়োজনে পৌরসভার নবনির্বাচিত মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েলকে সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার (৩০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা কমিউনিটি পুলিশিংয়ের কার্যালয়ে সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার ও জেলা কমিউনিটি পুলিশিংয়ের প্রধান উপদেষ্টা মো. মাহবুবুর রহমান।
তিনি তার বক্তব্যে বলেন, আমরা কিছু কিছু লোককে সম্মানিত করার মধ্য দিয়ে নিজেরাই সম্মানিত বোধ করি। আমাদের মেয়র তেমনই একজন। চাঁদপুরবাসী একজন সৎ ও পরিচ্ছন্ন মেয়র পেয়েছে। এখন আমাদের দায়িত্ব হলো পৌরসভার উন্নয়নে প্রত্যেকে যার যার অবস্থান থেকে মেয়র সাহেবকে সহযোগিতা করা। চাঁদপুরবাসী এমন একজন পৌর পিতা পেয়েছে যার নেতৃত্বে আশা করি এই পৌরসভা ঘুরে দাঁড়াবে।
পুলিশ সুপার বলেন, আপনারা জানেন গত কয়েকদিন দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে। আমরা এই দুর্ঘটনার কারণগুলো উদঘাটনের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। কারণ আপনি কোন সমস্যার সমাধান করতে হলে আগে তার কারণ উদঘাটন করতে হবে। যারা কিশোর গ্যাংয়ের সাথে জড়িত আমরা তাদের একটি ডাটাবেজ তৈরি করছি। তাদের লাইনে আনার জন্য আমরা বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল। তিনি তার বক্তব্যে বলেন, আমি আপনাদের এই কার্যক্রমের সাথে সবসময় সম্পৃক্ত থাকতে চাই। আমাদের এই সমাজে বর্তমানে কমন কিছু সমস্যা রয়েছে যেমন মাদক, ইভটিজিং কিশোর গ্যাং যেগুলো নিয়ে কমিউনিটি পুলিশিং কাজ করে যাচ্ছে। আমি আমার পৌরবাসীর প্রত্যাশা পূরণে সবাইকে সাথে নিয়ে কাজ করতে চাই। কারণ, আমরা এই সমাজকে বদলাতে চাই।
তিনি বলেন, আপনারা জানেন চাঁদপুর পৌরসভা একটি প্রাচীনতম পৌরসভা। কিন্তু সেই হিসেবে এই পৌরসভায় তেমন উন্নয়ন হয়নি। তাই আগামি দিনে পৌরসভার উন্নয়নে আমাদের সবাইকে একসাথে নিয়ে কাজ করতে হবে।
চাঁদপুর জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি ডা. এস এম সহিদ উল্লাহর সভাপতিত্বে এবং ডা. পীযূষ কান্তি বড়ুয়ার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) আসাদুজ্জামান, চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন মিলন, জেলা কমিউনিটি পুলিশিংয়ের উপদেষ্টা অজয় কুমার ভৌমিক, সফিউদ্দিন আহমেদ প্রমুখ।
০১ ডিসেম্বর, ২০২০।